অবৈধ সম্পদ অর্জন এবং রাজউকের প্লট জালিয়াতির অভিযোগে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিকের বিরুদ্ধে পৃথক দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেছেন।
প্রথম মামলায় এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিককে অবৈধ সম্পদ অর্জনের দায়ে আসামি করা হয়েছে। অভিযোগে বলা হয়েছে, বিচারপতি থাকাকালে তিনি ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ৫ কোটি ৩৯ লাখ ৬৬ হাজার ৮২০ টাকার সম্পদ অর্জন করেছেন, যা তিনি মানিলন্ডারিংয়ের মাধ্যমে বিদেশে পাচার করেছেন। এই মামলাটি দুর্নীতি দমন কমিশন আইন, মানিলন্ডারিং প্রতিরোধ আইন এবং দুর্নীতি প্রতিরোধ আইনের বিভিন্ন ধারায় করা হয়েছে।
দ্বিতীয় মামলাটি রাজউকের প্লট জালিয়াতি সংক্রান্ত। এই মামলায় সাবেক বিচারপতি মানিকসহ মোট সাতজনকে আসামি করা হয়েছে। অন্য আসামিরা হলেন— সাবেক অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের স্ত্রী কাশমিরি কামাল, রাজউকের সাবেক চেয়ারম্যান মো. নুরুল হুদাসহ আরও চারজন।
মামলার অভিযোগে বলা হয়েছে, আসামিরা পরস্পর যোগসাজশে ও ক্ষমতার অপব্যবহার করে মিথ্যা হলফনামা দাখিলের মাধ্যমে রাজউকের পূর্বাচল নতুন শহর প্রকল্পের একটি প্লট আত্মসাৎ করেছেন। দুদকের উপ-সহকারী পরিচালক আবদুল্লাহ আল মামুন বাদী হয়ে মামলা দুটি দায়ের করেছেন।
উল্লেখ্য, বিচারপতি শামসুদ্দিন মানিক গত ২৩ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর ভারতে পালানোর সময় সিলেটের কানাইঘাট সীমান্তে বিজিবি'র হাতে আটক হন। পরে তাকে বিভিন্ন হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়। বাংলাদেশের পাশাপাশি তার যুক্তরাজ্যের নাগরিকত্ব এবং সেখানে একাধিক বাড়ি রয়েছে।
এবি/টিএ