জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোট গণনা সরাসরি এলইডি স্ক্রিনে দেখানো হচ্ছে।বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) রাত সোয়া ১০ বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে ভোট গণনা শুরু হয়।
বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ হয়েছিল; তবে নির্ধারিত সময়ের বাইরে, শেষ মুহূর্তে ভোটারদের ভিড় বেড়ে যাওয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হল ও তাজউদ্দীন আহমদ হলে ভোট শেষ হতে দেরি হয়েছিল।
সরেজমিনে দেখা গেছে, বিশ্ববিদ্যালয়ের নতুন কলা ভবনের সামনে মহুয়া মঞ্চের পাশে, বটতলায়, অদম্য ২৪ ম্মৃতিস্তম্ভের সামনে ও প্রীতিলতা হলের সমনে মোট চারটি পয়েন্টে স্থাপিত এলইডি স্ক্রিনে সরাসরি দেখানো হচ্ছে ভোট গণনা।
নির্বাচন কমিশনের সদস্য সচিব অধ্যাপক এ কে এম রশিদুল বলেন, ম্যানুয়াল পদ্ধতিতে ভোট গণনা করা হচ্ছে। ফলাফল পেতে আগামীকাল সকাল বা দুপুর পর্যন্ত সময় লাগতে পারে।
জাকসু নির্বাচনে বিভিন্ন অভিযোগও উঠেছে। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হলের ব্যালট পেপারে ভুল এবং কিছু হলে ভোটারদের আইডি জটিলতার কারণে ভোটগ্রহণ শুরুতে কিছুক্ষণ স্থগিত ছিল। পাশাপাশি ছাত্রদল সমর্থিত প্যানেল প্রশাসনের পক্ষপাতিত্বের অভিযোগ তুলেছিল।
বিকেল সোয়া ৪টার দিকে নানা অনিয়মের অভিযোগ তুলে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল–সমর্থিত প্যানেল জাকসু নির্বাচন বর্জনের ঘোষণা দেয়। বিকেলে একই অভিযোগে নির্বাচনে দায়িত্বে বিএনপিপন্থী তিন শিক্ষক নির্বাচনী দায়িত্ব থেকে অব্যাহতির ঘোষণা নেন। রাতে অনিয়মের অভিযোগ তুলে ভোট বর্জনের ঘোষণা দিয়েছে প্রগতিশীল শিক্ষার্থীদের চারটি প্যানেল।
এদিকে বিকেল ৫টার পরে পুরাতন প্রশাসনিক ভবনে ভোটগ্রহণ শেষে কেন্দ্রগুলো থেকে পুরাতন প্রশাসনিক ভবনে ব্যালট বাক্স আনা হয়েছে।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মুরাদ চত্বর, পুরাতন প্রশাসনিক ভবন, বটতলা, প্রান্তিক গেট, ডেইরি গেট, ট্রান্সপোর্টসহ বিভিন্ন স্থানে পুলিশ মোতায়েন করা হয়েছে। এছাড়া পুলিশের পাশাপাশি এপিবিএন, বিজিপি, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সদস্যদের মোতায়েন করা হয়েছে।
এমআর