এনসিপি সরকার গঠন করলে বিএনপিকেও বিচারের সম্মুখীন করা হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।
মঙ্গলবার (৪ নভেম্বর) বিকাল চারটায় বাংলামটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে এনসিপি মিডিয়া সেল কতৃক আয়োজিত “মুক্তিযুদ্ধোত্তর বাংলাদেশ রাষ্ট্রগঠনের ব্যর্থতার অনিবার্য পরিণতি : নভেম্বর ১৯৭৫” শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
এ সময় নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘শেখ মুজিবের পাশে ছিলো সব চোর ও খালেদা জিয়ার পাশে ছিলো সব দুর্নীতিবাজ। ২০০১ সাল থেকে ২০০৬ সাল পর্যন্ত বিএনপি দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে। তৎকালীন সময়ে বিএনপির যারা দুর্নীতির সঙ্গে জড়িত ছিলো আমরা ক্ষমতায় গেলে তাদের বিচারের আওতায় নিয়ে আসবো।’
তিনি আরও বলেন, এনসিপির হাতে আওয়ামীলীগের পতন হয়েছে এবং বিএনপিরও হবে। আর অন্য দিকে জামায়াত তো একাত্তরেই ভুল করে বসে আছে। তাই জামায়াতকে দলের নাম পরিবর্তনের আহ্বান জানিয়েছিলাম।
ইউটি/টিএ