পাবনা সদর উপজেলায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক চালক নিহত হয়েছেন। এ ঘটনায় গুরতর আহত হয়েছেন আরো ৩ আরোহী।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে পাবনা-সুজানগর আঞ্চলিক মহাসড়কের খয়েরসূতি স্কুল অ্যান্ড কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত মোটরসাইকেল চালকের নাম জামিল (২২)।
তিনি পাবনা সদর উপজেলার গাছপাড়া এলাকার বাসিন্দা। আহতরা হলেন সদর উপজেলার চর বাঙ্গাবাড়িয়া এলাকার সাকিব (২০), রুমন (১৯) ও ফরিদপুর উপজেলার জুবায়ের (৪৫)।
বিষয়টি নিশ্চিত করেছেন পাবনা সদর থানার উপপরিদর্শক (এসআই) মো. রায়হান।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার রাতে ইয়ামাহা এফজেড ও প্লাটিনা কোম্পানির দুটি মোটরসাইকেল সুজানগর ও পাবনা দুদিক থেকে যাচ্ছিল।
পথে রাত ৯টার দিকে পাবনা-সুজানগর আঞ্চলিক মহাসড়কের খয়েরসূতি স্কুল অ্যান্ড কলেজের সামনে পৌঁছালে মোটরসাইকেল দুটির মধ্যে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে কালো এফজেড মোটরসাইকেলের চালক জামিল ঘটনাস্থলেই মারা যান। এ ছাড়া এ ঘটনায় দুই মোটরসাইকেলে থাকা আরো তিন আরোহী গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নেওয়া হয়।
এদের মধ্যে সাকিব ও জুবায়েরের অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাদেরকে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হয়। আহত রুমন বর্তমানে পাবনা শহরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন।
এ ব্যাপারে এসআই মো. রায়হান বলেন, ঘটনাস্থলেই একজন মারা যান। অন্য তিনজনের অবস্থাও গুরুতর। দুটি মোটরসাইকেলই উদ্ধার করে থানা নেওয়া হয়েছে।
জামিলের মরদেহও থানায় নেওয়া হয়েছে।
পিএ/এসএন