চবিতে ৭ দাবিতে শিক্ষার্থীদের অনশন, ৫২ ঘণ্টা পর স্থগিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) প্রক্টরিয়াল বডির পদত্যাগসহ সাত দফা দাবিতে টানা ৫২ ঘণ্টা আমরণ অনশনে থাকা শিক্ষার্থীরা অবশেষে বিশ্ববিদ্যালয় প্রশাসনের আশ্বাসে কর্মসূচি স্থগিত করেছেন।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিকেল ৪টায় উপাচার্য অধ্যাপক ড. ইয়াহইয়া আখতার স্বয়ং উপস্থিত থেকে অনশনরত শিক্ষার্থীদের মুখে পানি তুলে অনশন ভাঙান। এ সময় উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ড. শামীম উদ্দীনসহ বিশ্ববিদ্যালয়ের একাধিক শিক্ষক উপস্থিত ছিলেন।

উপাচার্য বলেন,
শিক্ষার্থীরা আমাদের সন্তান। তাদের দাবিগুলো আমরা গুরুত্ব সহকারে নিয়েছি। আগামী রোববারের (১৪ সেপ্টেম্বর) মধ্যেই বিষয়গুলো সমাধানের চেষ্টা করা হবে। আন্তরিকতার কোনো ঘাটতি থাকবে না।

অনশনের দীর্ঘ সময়ে অন্তত সাতজন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েন। এর মধ্যে তিনজনকে বিশ্ববিদ্যালয় মেডিকেলে ভর্তি করে স্যালাইন দেয়া হয়। তাদের মধ্যে ছিলেন নারী অঙ্গনের সংগঠক ও মার্কেটিং বিভাগের শিক্ষার্থী সুমাইয়া শিকদার, গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের সংগঠক ধ্রুব বড়ুয়া এবং পাহাড়ি ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক সুদর্শন চাকমা।

শুক্রবার দুপুরে প্রশাসনের প্রতিনিধি দল আবারও অনশনস্থলে গিয়ে অসুস্থ শিক্ষার্থীদের খোঁজখবর নেন এবং মেডিকেল থেকে প্রক্টর অফিসের সামনে অনশনরত শিক্ষার্থীদের কাছে নিয়ে আসেন। পরে শিক্ষার্থীদের দাবিগুলো বাস্তবায়নের আশ্বাস দিয়ে রবিবার বৈঠকের প্রস্তাব দিলে অনশনকারীরা তা মেনে নেন।

বাংলা বিভাগের শিক্ষার্থী ওমর সমুদ্র বলেন,
আমাদের ভিসি স্যার স্বয়ং এসে প্রতিশ্রুতি দিয়েছেন যে, আলোচনার টেবিলে আমাদের সাত দফা দাবির প্রতিটি নিয়েই আলোচনা হবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। বিশেষ করে প্রক্টোরিয়াল বডির অযোগ্যতার বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করা হবে।

এর আগে বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) রাতে প্রশাসন আলোচনার প্রস্তাব দিলেও শিক্ষার্থীরা তা প্রত্যাখ্যান করেছিলেন। তাদের অভিযোগ ছিল, অতীতেও প্রশাসন কেবল আশ্বাস দিয়েছে, কিন্তু কোনো পদক্ষেপ নেয়নি। তাই প্রক্টরিয়াল বডির পদত্যাগ না হওয়া পর্যন্ত অনশন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা।

গত ৩০ ও ৩১ আগস্ট ক্যাম্পাসে শিক্ষার্থী ও স্থানীয়দের সংঘর্ষে পাঁচ শতাধিক শিক্ষার্থী আহত হন। শিক্ষার্থীরা অভিযোগ করেন, প্রশাসন নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। তাই দায়িত্বহীন এই প্রশাসন পদে থাকতে পারে না এবং প্রক্টরিয়াল বডিকে অবিলম্বে পদত্যাগ করতে হবে এই দাবিতেই টানা কর্মসূচি শেষে শিক্ষার্থীরা আমরণ অনশনে বসেছিলেন।

শিক্ষার্থীদের দাবিগুলোর মধ্যে রয়েছে প্রক্টরিয়াল বডির পদত্যাগ, গ্রামবাসীর সঙ্গে সংঘর্ষে আহত শিক্ষার্থীদের মানসম্মত চিকিৎসার নিশ্চয়তা, নিরাপদ আবাসনের ব্যবস্থা, হামলার ভিডিও প্রকাশকারীদের নিরাপত্তা, প্রকৃত অপরাধীদের বিচার, অন্তর্ভুক্তিমূলক সমন্বয় কমিটি গঠন ও সিন্ডিকেটের সিদ্ধান্ত বাস্তবায়ন।

ইএ/টিকে

Share this news on:

সর্বশেষ

img
শরীয়তপুরে ওসির ভোজসভায় অংশ নিলেন যুবলীগ নেতা Sep 12, 2025
img
গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের দাবি তুলল জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম Sep 12, 2025
img
মাফরুহী–নজরুল: জাকসু বানচালে বিএনপি পন্থী দুই শিক্ষকের বিরুদ্ধে কলকাঠি নাড়ানোর অভিযোগ Sep 12, 2025
ব্রাজিলে অভ্যুত্থানের ষড়যন্ত্রের দায়ে বলসোনারোকে ২৭ বছরের কারাদণ্ড Sep 12, 2025
img
খালেদা জিয়া যদি রক্ষা না করতেন, আওয়ামী লীগ জামায়াতকে মুছে দিত Sep 12, 2025
img
ক্ষমতায় গেলে শ্মশানঘাট ও মন্দিরের উন্নয়ন করবে জামায়াত: গোলাম পরওয়ার Sep 12, 2025
ট্রাম্পের মতে, কাতার হামলার প্রভাব আলোচনার গতিকে থামাবে না! Sep 12, 2025
img
শপথ নিলেন নেপালের নতুন প্রধানমন্ত্রী, ছয় মাসের মধ্যে দিতে হবে নির্বাচন Sep 12, 2025
“তরুণদের বার্তা বুঝতে ব্যর্থ বিএনপি-আওয়ামী লীগ” Sep 12, 2025
'শিক্ষার্থীরা শিবিরমুখী এটা ভুল! ডাকসুতে গণতন্ত্রের বিজয় ঘটেছে Sep 12, 2025
img
শাহবাগে জাকসুর ফল দ্রুত প্রকাশের দাবিতে শিবিরের বিক্ষোভ Sep 12, 2025
img
আবার ছুটিতে স্পেনে ক্যাবরেরা Sep 12, 2025
img

হিরো আলম

‘হঠাৎ করে শুনবেন অবহেলার পাত্র আর আপনাদের মাঝে নেই’ Sep 12, 2025
img
বিএনপির বিরুদ্ধেও গজব অপেক্ষায় আছে: ফয়জুল করীম Sep 12, 2025
img
বিএনপি ভেবেছে ক্ষমতায় চলে গেছে, দিল্লি বহুদূর: ফয়জুল করীম Sep 12, 2025
img

স্বাস্থ্য অধিদপ্তর

সরকারি চিকিৎসকদের জন্য ৮ দফা কঠোর নির্দেশনা Sep 12, 2025
img
দক্ষিণ চীন সাগর ঘিরে চীন-ফিলিপিন্স ফের উত্তেজনা Sep 12, 2025
img
বরিশালে ছাত্রদলের হামলার প্রতিবাদে শিবিরের বিক্ষোভ মিছিল Sep 12, 2025
img
পোল্যান্ডে রাফাল যুদ্ধবিমান মোতায়েন করছে ফ্রান্স Sep 12, 2025
img
ডাকসু নির্বাচনের প্রভাব জাতীয় ভোটে পড়বে না : আবদুল আউয়াল মিন্টু Sep 12, 2025