মৌলভীবাজার সদর থানার বিশেষ অভিযানে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতা তৌফিক হোসেন রাজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার দিবাগত রাতে (১৪ সেপ্টেম্বর) তাকে গ্রেপ্তার করা হয়।
তিনি নিজেকে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক হিসেবে পরিচয় দেন । তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সংঘটিত হামলার মামলার এজাহারনামীয় আসামি।
পুলিশ জানায়, তিনি গ্রেপ্তার এড়াতে সাংবাদিক পরিচয় ব্যবহার করে আসছিলেন।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন মৌলভীবাজারের পুলিশ সুপার এম কে এইচ জাহাঙ্গীর হোসেন।
কেএন/টিকে