প্রধান বিরোধী দল কংগ্রেসের ওপর তীব্র আক্রমণ করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন যে জনগণই তার ‘প্রভু’ ও রিমোট কন্ট্রোল’ এবং তাদের সামনেই তিনি নিজের বেদনা প্রকাশ করেন।
নিজের এবং তার মা প্রয়াত হীরাবেন মোদির বিরুদ্ধে মৌখিক লাঞ্ছনা নিয়ে তীব্র বিতর্কের মধ্যে, মোদি রোববার (১৪ সেপ্টেম্বর) বলেছেন, তিনি ‘ভগবান শিবের ভক্ত’ এবং ‘লাঞ্ছনার বিষ গিলে’ ফেলবেন।
আসামের দারাংয়ে বেশ কয়েকটি প্রকল্প উদ্বোধনের পর এক সমাবেশে তিনি বলেন, ‘আমি জানি, গোটা কংগ্রেস ইকোসিস্টেম আমাকে টার্গেট করবে এবং বলবে মোদি আবার কাঁদছে। কিন্তু জনগণই আমার ঈশ্বর।’
ভারতের প্রধানমন্ত্রী আরও বলেন, ‘আমি যদি তাদের (জনগণ) সামনে আমার কষ্ট প্রকাশ না করি, তাহলে আমি কোথায় করব? তারাই আমার প্রভু, আমার দেবতা এবং আমার রিমোট কন্ট্রোল। আমার কাছে আর কোনো রিমোট কন্ট্রোল নেই।’
এর আগে, বিরোধী দলের প্রচারণা মঞ্চে নিজের মা’কে গালিগালাজ করা হয় বলে অভিযোগ করেছিলেন নরেন্দ্র মোদি। গেল ২ সেপ্টেম্বর বিহারে কংগ্রেস-আরজেডি জোটের সমালোচনার পর এ অভিযোগ করেন তিনি।
সেসময় মোদি আরও বলেন, ‘বিহারে, আরজেডি-কংগ্রেস মঞ্চ থেকে আমার মাকে উদ্দেশ্য করে গালি ব্যবহার করা হয়েছিল। এসব অপবাদ কেবল আমার মাকেই নয়, ভারতের প্রতিটি মা ও বোনকে অপমান করেছে। আমি জানি এই কথা শোনার পর আপনারাও আমার মতোই কষ্ট পেয়েছেন।’
নিজের মায়ের মৃত্যুর কথা উল্লেখ করে তিনি বলেছিলেন, ‘১০০ বছর বয়স পূর্ণ করার পর, আমার মা আমাদের সবাইকে ছেড়ে চলে গেছেন। আমার মা, যার রাজনীতির সাথে কোনো সম্পর্ক ছিল না, আরজেডি-কংগ্রেস প্ল্যাটফর্ম থেকে তাকে ঘৃণ্য পরিস্থিতির শিকার হতে হয়েছিল। এটি অত্যন্ত দুঃখজনক, বেদনাদায়ক এবং পীড়াদায়ক।’
ইএ/টিকে