চাকসু এবং হল সংসদ নির্বাচন ২০২৫-এর মনোনয়নপত্র বিতরণ শুরু হয়েছে। চাকসু নির্বাচনের মনোনয়ন ফরমের ফি নির্ধারণ করা হয়েছে ৩০০ টাকা আর হল সংসদের জন্য ২০০ টাকা।
আজ রবিবার (১৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টা থেকে বিশ্ববিদ্যালয়ের চাকসু ভবনের দ্বিতীয় তলায় এ কার্যক্রম শুরু হয়। এখন পর্যন্ত (দুপুর ১টা) হল সংসদ থেকে ১ জন, কেন্দ্রীয় সংসদ থেকে ৭ জন মনোনয়ন ফরম নিয়েছেন।
মনোনয়ন ফরম সংগ্রহ করে ব্যবস্থাপনা বিভাগের ১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও বাংলাদেশ জাতীয় ভলিবল দলের সাবেক অধিনায়ক তায়েফুল আলম ফরাজি বলেন, ‘আমি খেলোয়াড়দের জন্য অনেক দিন ধরে কাজ করছি। ৩৫ বছর পর চাকসু নির্বাচন হচ্ছে, মনে হলো খেলোয়াড়দের স্বার্থে কিছু করার সুযোগ এসেছে। সে কারণেই স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড়াচ্ছি। প্রথম মনোনয়ন ফরম নিতে পেরে ভালো লাগছে।
এর আগে ২৮ আগস্ট তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। গত ১ সেপ্টেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয়। খসড়া ভোটার তালিকায় ভোটার ছিলেন ২৫ হাজার ৮৬৬ শিক্ষার্থী।
তবে ১৪ সেপ্টেম্বর প্রকাশ করা চূড়ান্ত ভোটার তালিকায় স্থান পেয়েছে ২৭ হাজার ৬৩৪ শিক্ষার্থী।
আগ্রহী প্রার্থীরা ১৪ থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ করতে পারবেন। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ১৭ সেপ্টেম্বর বেলা ৩টা। যাচাই-বাছাই হবে ১৮ সেপ্টেম্বর। প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ হবে ২১ সেপ্টেম্বর এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৩ সেপ্টেম্বর বেলা সাড়ে তিনটা পর্যন্ত। চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে ২৫ সেপ্টেম্বর।
এমকে/এসএন