গত ১৭ বছর কোনো কাজ করতে পারিনি : বেবী নাজনীন

‘গত ১৭ বছর আমি কোনো সুযোগ পাইনি, শোবিজ অঙ্গন কি সেটা দেখিনি, কাজ করতে পারিনি। যখন এসেছি দেখি- ইন্ডাস্ট্রি আর নেই বিলুপ্ত হয়ে গেছে, কোথায় কাজ করব? কী হবে? এসব নিয়ে সংশয়ে ছিলাম, আজও আছি।


ক্ষমতাচ্যুত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে কাজ করতে না পারার আক্ষেপ নিয়ে কথাগুলো বলেছেন ‘ব্ল্যাক ডায়মন্ড’ খ্যাত সংগীতশিল্পী বেবী নাজনীন।

রোববার (১৪ সেপ্টেম্বর) রাতে রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে কালচারাল জার্নালিস্টস ফোরাম অব বাংলাদেশ (সিজেএফবি) আয়োজিত পারফর্মেন্স অ্যাওয়ার্ডের ২৪তম আসর উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সেখানে একথা বলেন গুণী এই সংগীত তারকা।

অনুষ্ঠানের মঞ্চে কথা বলতে গিয়ে শুরুতেই সদ্যপ্রয়াত কিংবদন্তি লালন সংগীতশিল্পী ফরিদা পারভীনকে স্মরণ করেন তিনি। তার জন্য সবার কাছে দোয়া চান। একই সঙ্গে উপস্থিত সবাইকে নিয়ে এক মিনিট নীরবতা পালন করেন।



এসময় দেশের সামগ্রিক অবস্থা সাংস্কৃতিক অঙ্গন নিয়ে বেবী নাজনীন বলেন, দেশের সামগ্রিক অবস্থায় নানা সংশয় তৈরি হয়েছে মানুষের মনে, সংশয় তৈরি হয়েছে আমাদের সাংস্কৃতিক অঙ্গনেও। সার্বিক অবস্থায় দিনে দিনে সংকুচিত হয়ে যাচ্ছে সাংস্কৃতিক ক্ষেত্রগুলো। মিউজিক ইন্ডাস্ট্রি নেই, সিনেমা ইন্ডাস্ট্রি নেই- সংস্কৃতির এই প্রধান দুই মাধ্যম যেভাবে বিলুপ্তের পথে, তাতে এই সেক্টরে যারা কাজ করতে আসবে তাদের পথ কতটা সুগম হবে তা ভাবতে হবে।

সরকারি পৃষ্ঠপোষকতার ওপর গুরুত্ব আরোপ করে তিনি বলেন, যেহেতু এসব ক্ষেত্রে বেসরকারি বিনিয়োগ কমে যাচ্ছে, তাই এখন সরকারি পৃষ্ঠপোষকতা সময়ের দাবি বলে মনে করছি। কিছু মাধ্যমের অনুদান আমাদের অনান্য সাংস্কৃতিক মাধ্যমের জন্য যথেষ্ট নয়।

নতুন পরিবেশে সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধের আহ্বান জানিয়ে বেবী নাজনীন বলেন, যারা জুলাই-আগস্টে প্রয়াত হয়েছেন তাদের রুহের মাগফেরাত কামনা করছি। সেইসঙ্গে আমরা যে নতুন পরিবেশ পেয়েছি এই পরিবেশে দেশকে নতুন করে গড়ে তুলতে হবে। একটা বিষয় আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ- একটা দেশ সমৃদ্ধ হয় তখন যখন একটা দেশে ফিন্যান্সিয়াল এবং কালচারাল ফ্রিডম থাকে। এই দুটির ফ্রিডম যখন থাকবে তখন সেই দেশের উন্নয়ন কেউ ঠেকাতে পারবে না। ভবিষ্যতের সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করব।

এদিন বেবী নাজনীন জানান তার নতুন গানের গান চলছে। দর্শক-শ্রোতারা প্রিয় এই শিল্পীর কণ্ঠে শিগগিরই নতুন নাম পাবেন।

বলে রাখা যায়, বেবী নাজনীনের কণ্ঠে বহু গান শ্রোতাপ্রিয়তা পেয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে- ‘ঐ রংধনু থেকে’, ‘কাল সারা রাত ছিলো স্বপনেরও রাত’, ‘এলো মেলো বাতাসে উড়িয়েছি শাড়ির আঁচল’, ‘দু চোখে ঘুম আসে না তোমাকে দেখার পরে’, ‘আমার ঘুম ভাঙ্গাইয়া গেলোরে মরার কোকিলে’, ‘মানুষ নিষ্পাপ পৃথিবিতে আসে’, ‘কই গেলা নিঠুর বন্ধুরে সারা বাংলা খুঁজি তোমারে’, ‘পূবালী বাতাসে’, ‘ও বন্ধু তুমি কই কই রে’ ইত্যাদি।

অসামান্য শ্রোতাপ্রিয়তার পাশাপাশি তিনি বিভিন্ন পুরস্কার ও সম্মাননা পেয়েছেন। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে- ২০০৩ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ গায়িকার পুরস্কার।

উল্লেখ্য, গানের বাইরে রয়েছে বেবী নাজনীনের রাজনৈতিক পরিচয় রয়েছে। বর্তমানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র চেয়ারপার্সনের উপদেষ্টা পরিষদের সদস্য তিনি।

পিএ/টিএ 

Share this news on:

সর্বশেষ

img
গণতন্ত্রের শক্তি জনগণ থেকেই আসে : তারেক রহমান Sep 15, 2025
img
ভাঙ্গায় অবরোধ, ১৯০ জনের নামে মামলা করেছে পুলিশ Sep 15, 2025
img
ডাকসু নির্বাচনে কারচুপির অভিযোগ, প্রতিকার চেয়ে আবেদন স্বতন্ত্র জিএস প্রার্থী আরাফাতের Sep 15, 2025
img
এশিয়া কাপে পাকিস্তানের জাতীয় সঙ্গীতের বদলে বেজে উঠে আইটেম সং Sep 15, 2025
img

জামায়াত নেতা আযাদ

মুক্তিযুদ্ধ না মানলে বাংলাদেশকে অস্বীকার করা হবে Sep 15, 2025
img
দেশে অন্তর্ভুক্তির পরিবর্তে বিভক্তির রাজনীতি চলছে : মাসুদ কামাল Sep 15, 2025
img
নারায়ণগঞ্জে গাড়ির ধাক্কায় প্রাণ হারাল ১ Sep 15, 2025
img
গত ১৭ বছর কোনো কাজ করতে পারিনি : বেবী নাজনীন Sep 15, 2025
img
ম্যাচ শেষে হ্যান্ডশেক না করার কারণ জানালেন সূর্যকুমার Sep 15, 2025
img
বিশেষ সাংবিধানিক আদেশে সনদ বাস্তবায়নে আদালতের মত চায় বিএনপি Sep 15, 2025
img
জাপানে ১০০ বছর বয়সী মানুষের সংখ্যা প্রায় ১ লাখ Sep 15, 2025
img
জুলাই সনদ না মানলে প্রার্থিতা বাতিলের প্রস্তাব জামায়াতের Sep 15, 2025
img
দেশের শান্তি বড় শান্তি : প্রধান উপদেষ্টা Sep 15, 2025
img

কাতারের প্রধানমন্ত্রী

দ্বৈত নীতি বন্ধ করে ইসরায়েলকে শাস্তি দিন Sep 15, 2025
img
হেসে খেলেই পাকিস্তানকে হারাল ভারত Sep 14, 2025
img
লুৎফুজ্জামান বাবরকে স্যার স্যার করে জড়িয়ে ধরলেন স্বরাষ্ট্র উপদেষ্টা Sep 14, 2025
img

পাপিয়া

আমরা কি বাংলাদেশে রোহিঙ্গা! Sep 14, 2025
img
সিলেটের ডিসি সারওয়ার আলমকে শোকজ Sep 14, 2025
img
পড়ার সুযোগ পেয়েও যুক্তরাষ্ট্রে যেতে পারছেন না হাজার হাজার শিক্ষার্থী Sep 14, 2025
img
দীর্ঘ নয় বছর পর শিবচরে কমিটি ঘোষণা করলো বিএনপি Sep 14, 2025