জুয়ার অ্যাপ- অর্থাৎ অনলাইন বেটিং অ্যাপ কাণ্ডে হাজিরা দিতে সোমবার ইডি দপ্তরে পৌঁছেছিলেন অভিনেত্রী মিমি চক্রবর্তী। এবার তারপর আজ মঙ্গলবার ডাক পড়ল অভিনেতা অঙ্কুশ হাজরার।
ইডি অফিসে পৌঁছলেও এখনো এ বিষয়ে গণমাধ্যমে কোনো কথা বলেননি অঙ্কুশ। তবে মুখ খুলেছেন তার বান্ধবী ঐন্দ্রিলা সেন।
তিনি বলেন, ‘এখনই বিষয়টি নিয়ে আমরা কোনো কথা বলতে চাইছি না। আমাদের একটু সময় দিন। সহযোগিতা করুন আমাদের সঙ্গে। সঠিক সময়ে নিশ্চয়ই আমরা সাংবাদিকদের সঙ্গে কথা বলব।
সূত্র মারফত জানা গেছে, মঙ্গলবার সকাল সাড়ে ১১টার সময় ইডির দপ্তরে ঢুকতে দেখা যায় অঙ্কুশকে। এ সময় তার পরনে ছিল সাদা শার্ট, জিন্স। হাতে ছিল ফাইলভর্তি কিছু নথিপত্র।
প্রসঙ্গত, এদিন একই মামলায় দিল্লি ইডির দপ্তরে হাজিরা দেওয়ার কথা বলিউড অভিনেত্রী উর্বশী রাউতেলারও।
এসএন