এক সময় ঢালিউডের হিট নায়িকা ছিলেন বনশ্রী। নব্বই দশকের এই চিত্রনায়িকা বনশ্রী মারা গেছেন (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।
হিট নায়িকা হয়েও তিনি থেকেছেন বস্তিতে। করুণ জীবন যাপন করেছেন তিনি। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) মাদারীপুর জেলার শিবচড় উপজেলা সাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যবরণ করেন তিনি।
তিনি বার্ধক্য জনিত কারণে ৫ দিন ধরে মাদারীপুর জেলা শিবচর উপজেলা কমপ্লেক্সে চিকিৎসাধীন ছিলেন। বনশ্রী এক পুত্র সন্তানের মা।
বনশ্রীর ভাই হারুনের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান শিবচর পৌর কবরস্থানেই তাকে সমাহিত করা হতে পারে ।
বিষয়টি নিশ্চিত করেছেন চলচ্চিত্র শিল্পী সমিতির কার্যনির্বাহী পরিষদের সদস্য সনি রহমান।
এসএন