বৈরী আবহাওয়ার কারণে এনসিএল টি-টোয়েন্টি টুর্নামেন্ট স্থগিত করা হয়েছে। পরবর্তী ঘোষণা না আসা পর্যন্ত টুর্নামেন্টের আর কোনো ম্যাচ মাঠে গড়াবে না বলে জানিয়েছে আয়োজক কর্তৃপক্ষ।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে আয়োজকদের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়, ‘প্রতিকূল আবহাওয়ার কারণে চলমান এনসিএল টি–টোয়েন্টি ২০২৫-২৬ টুর্নামেন্ট পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত স্থগিত করা হয়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং যথাসময়ে নতুন সূচি ঘোষণা করবে।’
গত ১৪ সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে এবারের এনসিএল টি-টোয়েন্টি টুর্নামেন্ট। বৃষ্টির কারণে প্রথম ৬ ম্যাচের পাঁচটিই পরিত্যক্ত হয়েছে। একটি খেলা হয়েছে কেবল পাঁচ ওভারে।
আবহাওয়া এবং ড্রেনেজ সিস্টেমের কথা বিবেচনা করে কয়েকটি ম্যাচের সূচি পরিবর্তন করেও খেলা আয়োজনের কথা ভেবেছিল আয়োজকরা। তবে আবহাওয়ার যে পরিস্থিতি, সেটা কবে নাগাদ ঠিক হবে তা নিয়ে স্পষ্টভাবে কিছু বলা যাচ্ছে না। তাই আপাতত টুর্নামেন্ট স্থগিত রাখারই সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।
ইউটি/টিএ