বছর কয়েক পর আবারও একসঙ্গে দেখা যাবে বরুণ ধাওয়ান ও আলিয়া ভাটকে। তবে এবার বড় পর্দায় নয়, জনপ্রিয় সেলিব্রিটি টক শো ‘টু মাচ’-এর মঞ্চে। অনুষ্ঠানটির সঞ্চালনায় থাকছেন কাজল ও টুইঙ্কল খন্না।
‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’ ছবির মাধ্যমে বলিউডে যাত্রা শুরু করেছিলেন বরুণ ও আলিয়া। সেই থেকেই তাদের জুটিকে ভালোবেসে এসেছে দর্শক। পরবর্তীতে একসঙ্গে বেশ কয়েকটি ছবিতে অভিনয় করলেও সর্বশেষ তারা একসঙ্গে কাজ করেছিলেন ‘কলঙ্ক’-এ। এরপর দীর্ঘ বিরতি। তাই তাদের আবারও একসঙ্গে দেখা যাবে জেনে উচ্ছ্বাস প্রকাশ করেছেন ভক্তরা।
আসন্ন এই পর্বে থাকছে নস্টালজিয়া, মজার খুনসুটি আর অকপট কিছু স্বীকারোক্তি। কাজল ও টুইঙ্কলের প্রাণবন্ত কথোপকথনের ভেতর দিয়ে বরুণ-আলিয়ার পুরোনো দিনের স্মৃতিচারণা নিঃসন্দেহে দর্শকদের আনন্দ দেবে।
এসএন