চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচনের মনোনয়নপত্র বিতরণ শেষ হয়েছে। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) রাত ৮টায় এই কার্যক্রম সম্পন্ন হয়।
রোববার (১৪ সেপ্টেম্বর) শুরু হয়েছিল চাকসুর মনোনয়নপত্র বিতরণ। সকাল সাড়ে ৯টা থেকে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত কার্যক্রম চলার কথা থাকলেও মনোনয়ন প্রত্যাশী বৃদ্ধির কারণে বাড়তি সময় ধরেও বিক্রি হয়েছে মনোনয়ন পত্র। তিনদিনে মোট ১ হাজার ৬৩টি মনোনয়নপত্র বিক্রি হয়েছে। যার মধ্যে কেন্দ্রীয় সংসদের বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বিতার জন্য ফর্ম নিয়েছেন ৪৭৪ জন এবং হল সংসদের ফর্ম নিয়েছেন ৫৮৯ জন।
হল সংসদ নির্বাচনের হলভিত্তিক মনোনয়নপত্র: এ এফ রহমান হলে ৪২টি, আলাওল হলে ৩৮টি, আমানত হলে ৪৪টি, বিজয় ২৪ হলে ৩৯টি, অতীশ দীপঙ্কর হলে ৪৭টি,
ফরহাদ হোসেন হলে ৫৭টি, খালেদা জিয়া হলে ৩৭টি, সূর্যসেন হলে ৩৮টি, ফয়জুন্নেসা হলে ১৪টি, প্রীতিলতা হলে ৩৩টি, রব হলে ৩৭টি, রশিদ হোস্টেলে ২৫টি, শামসুন নাহার হলে ২৫টি, শাহজালাল হলে ৪১টি, সোহরাওয়ার্দী হলে ৭২টি।
বুধবার (১৬ সেপ্টেম্বর) মনোনয়নপত্র জমাদানের শেষদিন। ২১ সেপ্টেম্বর প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশিত হবে এবং চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশিত হবে ২৫ সেপ্টেম্বর।
এসএন