দেশের পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সংগঠন ইউনিভার্সিটি টিচার্স লিংক (ইউটিএল) দাবি করেছে- ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচন সুষ্ঠু, শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৬ সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ দাবি করেন ইউটিএল নেতারা।
বিবৃতিতে নেতারা বলেন, ডাকসু ও জাকসু নির্বাচন সুষ্ঠু, শান্তিপূর্ণ ও সফলভাবে সম্পন্ন করায় সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয় প্রশাসন, নির্বাচন কমিশন, দায়িত্বপ্রাপ্ত শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি। আসন্ন রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চকসু) নির্বাচনও সুষ্ঠু এবং শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে বিশ্ববিদ্যালয় প্রশাসন, নির্বাচন কমিশন ও সক্রিয় ছাত্র সংগঠনসমূহ ঐক্যবদ্ধভাবে কাজ করবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন তারা।
বিবৃতিতে আরও বলা হয়, দীর্ঘদিন পর বিশ্ববিদ্যালয়গুলোতে এ ধরনের গণতান্ত্রিক প্রক্রিয়ার পুনঃপ্রবর্তন শিক্ষার্থীদের অংশগ্রহণমূলক নেতৃত্ব বিকাশ এবং গণতান্ত্রিক সংস্কৃতি সুদৃঢ় করার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি। জ্ঞান, আত্মমর্যাদা, বিশ্বাস ও স্বাধীনতা- এই চার মূলনীতির উপর ইউটিএল প্রতিষ্ঠিত হয়েছে। আমরা চাই বিশ্ববিদ্যালয়গুলোতে গণতান্ত্রিক পরিবেশ বজায় থাকুক এবং ক্যাম্পাস হোক শিক্ষক-শিক্ষার্থীদের জন্য নিরাপদ।
নেতারা আরও বলেন, শিক্ষার্থীদের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত প্রতিনিধি হিসেবে আপনারা শিক্ষার্থীদের কণ্ঠস্বর হয়ে সুষ্ঠু শিক্ষার পরিবেশ বজায় রাখতে এবং শিক্ষার্থীদের অধিকার আদায়ে সচেতন থাকবেন। একইসঙ্গে যারা নির্বাচিত হতে পারেননি, তাদের সঙ্গে নিয়ে বিশ্ববিদ্যালয় ও ক্যাম্পাসের স্বার্থে সম্মিলিতভাবে কাজ করবেন— এ প্রত্যাশা করছি।
এবি/টিকে