জয় দিয়ে এবারের এশিয়া কাপ শুরু করেছিল বাংলাদেশ। তবে পরের ম্যাচেই শ্রীলঙ্কার বিপক্ষে হেরেছে লিটন দাসের দল। এই হারে টাইগারদের সুপার ফোরের পথ অনেকটাই কঠিন হয়ে গেছে। আসরে টিকে থাকতে নিজেদের শেষ ম্যাচে আজ আফগানিস্তানের বিপক্ষে জয়ের বিকল্প নেই।
গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে পাকিস্তানের সাবেক ক্রিকেটার শোয়েব মালিক বলেন, 'আফগানিস্তান শরীরী ভাষায় এগিয়ে আছে। আপনার দলের দুই-একজন যদি ফর্মেও না থাকে তাহলেও শরীরী ভাষার কারণে আপনি জিতে যাবেন। আফগানিস্তানের সাথে জিততে হলে বাংলাদেশকে শরীরী ভাষায় পরিবর্তন আনতে হবে। বাংলাদেশের শরীরী ভাষা খারাপ, ফিল্ডিং বাজে হচ্ছে, ব্যাটাররা কিছুটা চেষ্টা করছে, কিন্তু ফিল্ডারদের শরীরী ভাষা বেশি খারাপ।'
বাংলাদেশের পক্ষে বাজি না ধরলেও লিটনদের পরামর্শ দিয়ে মালিক বলেন, 'এখানে বাংলাদেশের স্কিল নয়, অনুপ্রাণিত হওয়ার মতো কিছু কথা শোনা দরকার। সেটা অধিনায়ক থেকে আসতে পারে, ম্যানেজমেন্ট থেকে আসতে পারে, সিনিয়র ক্রিকেটারদের থেকে আসতে পারে, তবে এটা আসা খুব জরুরী। কেননা ম্যাচটাই এমন যেটা জিতলে আপনি পরের রাউন্ডে যেতে পারবেন।'
'টস জিতে বাংলাদেশের ব্যাটিং নেয়া উচিত। আফগানিস্তান সবসময় যেকোনো কন্ডিশনে টস জিতে ব্যাটিং নেয়, ম্যাচ জিতে। আক্রমণাত্মক শুরুর কারণে এটা ওদের শক্তির জায়গা। বাংলাদেশের ওটা নষ্ট করা উচিত। ওদের আত্মবিশ্বাস দিয়ে লাভ কী?'
পাকিস্তানের সাবেক অধিনায়ক মিসবাহ উল হক বলেন, 'বাংলাদেশ-আফগানিস্তান দলের সাম্প্রতিক পারফরম্যান্স যদি দেখি তাহলে বাংলাদেশকে আরো অনেক ভালো করতে হবে।
পেছনের ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ওদের জয়ের প্রতি তাড়না ছিল না। এনার্জি একদম কম ছিল। আফগানিস্তানকে দেখুন, ওরা সব ম্যাচই এমনভাবে খেলে যেন তাদের কাছে এটাই ফাইনাল। দুই দলের শরীরী ভাষাতেই অনেক পার্থক্য আছে।'
এবি/টিকে