চ্যাম্পিয়ন্স লিগে নতুন মৌসুমের শুরুটা সুখকর হলো না পর্তুগিজ জায়ান্ট বেনফিকার। ২-০ ব্যবধানে এগিয়ে থেকেও ম্যাচ হারল আজারবাইজানের ক্লাব কারাবাগ এফকের কাছে।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) রাতের আরেক ম্যাচে অবশ্য ভাগ্য সুপ্রসন্ন ছিল ইংলিশ ক্লাব টটেনহ্যামের। আত্মঘাতী গোলের উপহারে ভিয়ারিয়ালকে হারাল তারা।
মৌসুমের প্রথম ম্যাচে লিসবনে বেনফিকার হোঁচট হয়তো কেউ কল্পনাও করতে পারেনি। বিশেষ করে ম্যাচের ১৬তম মিনিটের মধ্যেই তারা কারাবাগের জালে জড়িয়েছিল ২ গোল। ম্যাচ শুরুর ষষ্ঠ মিনিটেই সুদাকভের ক্রস থেকে হেডে দলকে এগিয়ে দিয়েছিলেন এনজো ব্যারেনেচেয়া। ৯ মিনিট পর ফের সুদাকভের অ্যাসিস্ট। এবার জাল খুঁজে নেন ভাঙ্গেলিস পাভলিদিস। লিড বাড়িয়ে নেয়ার পর ম্যাচে আধিপত্যও বজায় রেখেছিল স্বাগতিকরা।
৩০তম মিনিটে গিয়ে প্রথম ধাক্কাটি খায় তারা। দুরান মারকেজের অ্যাসিস্ট থেকে কারাবাগের হয়ে ব্যবধান কমান লিয়ান্দ্রো আন্দ্রেদ। বিরতির পরপরই দ্বিতীয় হোঁচটটি খায় বেনফিকা। এবার জানকোভিচের অ্যাসিস্ট থেকে গোল করে আজারবাইজানের ক্লাবটিকে সমতায় ফেরান স্ট্রাইকার ক্যামিলো দুরান। লিড হারিয়ে একের পর এক চেষ্টা চালিয়ে যায় বেনফিকা। কিন্তু সুবিধা করতে পারেনি। উল্টো ৮৬তম মিনিটে তাদের নির্বাক করে দিয়ে এগিয়ে যায় কারাবাগ। জুবিরের অ্যাসিস্ট থেকে গোল আদায় করে নেন ওলেকসি কাশচুক।
শেষ পর্যন্ত যোগ করাসহ আরও ১০ মিনিট সময় পেলেও সমতায় পিরতে পারেনি বেনফিকা। স্বাগতিকদের হতাশ করে চ্যাম্পিয়ন্স লিগের মঞ্চে দারুণ এক জয় নিয়ে মাঠ ছাড়ে আজারবাইজানের ক্লাবটি।
আরেক ম্যাচে ভাগ্য সহায় হয়েছে টটেনহ্যামের। পুরো ম্যাচে যদিও বল দখলে আধিপত্য ছিল তাদের। তবে ঘরের মাঠে গোলের লক্ষ্যে খুব একটা সুবিধা করতে পারেনি তারা। পুরো ম্যাচের পার্থক্য গড়ে দেয় চতুর্থতম মিনিটে লুইজ জুনিয়রের আত্মঘাতী গোল। ২৪ বছর বয়সী ব্রাজিলিয়ান এ গোলরক্ষক বল গ্লাভসবন্দি করতে ব্যর্থ হন। তার দুহাত স্পর্শ করে বল চলে যায় জালে। হতাশাজনক এক হার নিয়ে মাঠ ছাড়ে ভিয়ারিয়াল। ১-০ গোলের জয়ে মৌসুম শুরু করে টটেনহ্যাম।
এমআর