আফগানিস্তানকে হারিয়ে এশিয়া কাপে টিকে রইলো বাংলাদেশ। তবে তারা সুপার ফোরে যাবে কি না তা জানা যাবে আগামীকাল (বৃহস্পতিবার) শ্রীলঙ্কা-আফগানিস্তানের ম্যাচ শেষে। তার আগপর্যন্ত টাইগারদের বিদায় ঠেকিয়ে সেই সমীকরণের সামনে দাঁড় করানোর নায়ক নাসুম আহমেদ। ৪ ওভারে একটি মেডেনসহ ১১ রানে ২ উইকেট শিকার করে তিনি বাংলাদেশকে জিতিয়েছেন।
ম্যাচ শেষে তানজিদ হাসান তামিমও নাসুমকে জয়ের কৃতিত্ব দিয়েছেন। সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, ‘নাসুম ভাই এর আগেও যখন নেদারল্যান্ডস সিরিজে এসেই ম্যাচসেরা হয়েছেন। এটা অনেক দারুণ ও ইতিবাচক জিনিস বলব যে উনি যখনই একাদশে আসেন তখনই চেষ্টা করেন নিজের সেরাটা দিয়ে বল করার।’
ম্যাচের শেষদিকে টেল-এন্ডারের হাতে ছয় হজম করেছেন তাসকিন আহমেদ। যা নিয়ে কিছুটা আক্ষেপও আছে তামিমের, ‘আজকে (নাসুম) প্রথম ওভার যেভাবে করছে, প্রথম এক-দুই ওভারে কিন্তু খেলাটা আমাদের দিকে নিয়ে আসছে। তার স্পেলটার জন্যই আজকে হয়তোবা এরকম ব্যবধানে আমরা জিতছি। আরেকটু ভালো ব্যবধানে জিততে পারতাম যদি শেষে দুই-একটা বাউন্ডারি না আসতো, সেটা আমাদের জন্য অনেক ভালো হইতো।’
এদিকে, সুপার ফোরে উঠতে হলে বাংলাদেশ শ্রীলঙ্কার দিকে তাকিয়ে থাকলেও, লঙ্কানরা নিজেদের জন্যই খেলবে বলে জানিয়েছেন দেশটির সাবেক ক্রিকেটার ও বর্তমানে ধারাভাষ্যকার রাসেল আরলন্ড, ‘শ্রীলঙ্কা বাংলাদেশকে নিয়ে ভাববে না। তারা ভাববে তাদের কীভাবে খেলা উচিত, কীভাবে তাদের উন্নতি করা দরকার এবং সেটা মাঠে প্রয়োগ করার চেষ্টা করবে। আশা করি তারা পরের পর্বে যাওয়ার জন্য যথেষ্ট ভালো খেলবে এবং নিজেদের ভাগ্য নিজেরাই নিয়ন্ত্রণ করবে। আশা করি বাংলাদেশও এর থেকে উপকৃত হবে।’
এমকে/এসএন