জুলাই-আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ তিনজনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ কার্যক্রমের অংশ হিসেবে, আজ বুধবার (১৭ সেপ্টেম্বর) শেখ হাসিনার আইনজীবী দ্বিতীয় দিনের মতো জেরা করবেন দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহামুদুর রহমানকে। এ লক্ষ্যে সকালে ট্রাইব্যুনালে হাজির হয়েছেন তিনি।
তার জেরা শেষ হলে আজ একই ট্রাইব্যুনালে সাক্ষ্য দেওয়ার কথা রয়েছে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের। বুধবার বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনালে এ জেরা করা হবে।
এর আগে মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে ট্রাইব্যুনালে আসেন নাহিদ ইসলাম। তবে এ মামলার তারকা সাক্ষী মাহমুদুর রহমানের জেরা সম্পন্ন না হওয়ায় ফিরে যান তিনি।
মঙ্গলবার মাহমুদুর রহমান দ্বিতীয় দিনের সাক্ষ্যে বলেন, ফ্যাসিস্ট আওয়ামী দুঃশাসন যেন আর কোনোদিন ফিরে না আসে।
এ দিকে ট্রাইব্যুনাল-২ তে আশুলিয়ায় ৬ মরদেহ পোড়ানোর মামলায় দ্বিতীয় দিনের সাক্ষ্যগ্রহণ হবে আজ। সাক্ষ্য দেবেন ওই ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা।
এসএন