নাশকতার দায়ে নেত্রকোনার কলমাকান্দায় উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক মো. রাজন মিয়াকে (২৩) গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (৫ নভেম্বর) দুপুরে উপজেলার সদর ইউনিয়নের ঘোষপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার রাজন মিয়া উপজেলার সদর ইউনিয়নের ঘোষপাড়া গ্রামের মো. তারা মিয়ার ছেলে।
কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লুৎফুর রহমান জানান, নাশকতার একটি মামলার আসামি হিসেবে রাজন মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে।
আইনি প্রক্রিয়া শেষে বৃহস্পতিবার সকালে তাকে আদালতে পাঠানো হবে।