বাংলাদেশ কমিউনিস্ট পার্টি (সিপিবির) সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স বলেছেন, সরকার ডিসেম্বরে বন্দর বিদেশি প্রতিষ্ঠানের হাতে তুলে দিলে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে।
আজ বুধবার (১৭ সেপ্টেম্বর) ঢাকায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি।
সরকার ডিসেম্বরে বন্দর বিদেশি প্রতিষ্ঠানের হাতে তুলে দিলে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে-এ কথা জানিয়ে তিনি আরও বলেন, একইসঙ্গে নির্বাহী আদেশে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার পক্ষে নন বলেও জানান।
আগামী ১৯ থেকে ২২ সেপ্টেম্বর ঢাকায় বাংলাদেশ কমিউনিস্ট পার্টি (সিপিবির) ত্রয়োদশ জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হবে এ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন দলটির সহ-সাধারণ সম্পাদক কমরেড মিহির ঘোষ।
তিনি বলেন, পার্টির গঠনতন্ত্র অনুযায়ী জেলা সম্মেলনের মাধ্যমে ৫২৫ জন প্রতিনিধি ও ২৬ জন পর্যবেক্ষক নির্বাচন করা হয়েছে।
পিএ/এসএন