টিভি ও বলিউডের পরিচিত মুখ দীপিকা কক্কড় ক্যানসারের সঙ্গে দীর্ঘ লড়াই চালাচ্ছেন। চিকিৎসার বিভিন্ন ধাপ পার হওয়ার পরও তার দিন কাটে শারীরিক ও মানসিক চ্যালেঞ্জে। সম্প্রতি নিজের ভ্লগে অভিনেত্রী জানালেন, প্রতিদিন স্নানের পর তিনি ভেঙে পড়েন এবং টানা ১০-১৫ মিনিট কারও সঙ্গে কথা বলার মতো অবস্থায় থাকেন না।
দীপিকা বলেন, “কিছু পার্শ্বপ্রতিক্রিয়া অভ্যাস হয়ে গিয়েছে। তবে চুল পড়ার ভয় আমাকে প্রতিদিন কাতর করে। স্নান করার পর চুপচাপ বসে থাকি। কারও সঙ্গে কথা বলা যায় না। কারণ চুল পড়া দেখলে ভয় লাগছে।”
অস্ত্রোপচার ও ক্যানসার চিকিৎসার কারণে দীর্ঘ দিন তিনি সন্তান রুহানকে কোলে নিতে পারেননি। তবে ধীরে ধীরে ফের সন্তানের সঙ্গে সময় কাটাতে শুরু করেছেন। অভিনেত্রী জানিয়েছেন, “রুহান আবার আমার কোলে এসে ঘুমোচ্ছে। অস্ত্রোপচারের পর সেলাই ছিল। এখন তা ক্রমশ সেরে উঠছে। হয়তো পুরোপুরি কোলে নিতে পারি না, তবে অন্তত মাথা রাখতে পারছে।”
দীপিকা আগেও জানিয়েছেন যে যকৃতের ক্যানসারে আক্রান্ত হওয়ার পর তার জীবন বদলে গেছে। দীর্ঘ ১৪ ঘণ্টার অস্ত্রোপচার পর আগে যেখানে তিনি এক জায়গায় স্থির থাকতে পারতেন না, সেখানে এখন শরীর বেশির ভাগ সময় সায় দিচ্ছে না। তবে মনের জোর ধরে রাখছেন তিনি। অভিনেত্রী আশা প্রকাশ করেছেন শীঘ্রই সুস্থ হয়ে আবার কাজে ফিরবেন।
দীপিকার এই সংগ্রাম ও মমতা প্রকাশিত করে ভক্তরা উৎসাহিত হচ্ছেন এবং তার দ্রুত সুস্থতার জন্য শুভেচ্ছা জানাচ্ছেন।
এসএন