ইসলামী দল বা অন্যান্য রাজনৈতিক দল তাদের কর্মসূচি নিয়ে জনগণের কাছে যাবে, তাদের সমর্থন চাইবে—এটা খুবই স্বাভাবিক ব্যাপার। কিন্তু প্রচলিত ধারায় ১০০ বছর ধরে যে পদ্ধতিতে নির্বাচন হয়ে এসেছে সেই নির্বাচনের মধ্যে দিয়েই তাদের কর্মসূচির পক্ষে সমর্থন আছে কি নেই তা পরিষ্কার হবে।
চুয়াডাঙ্গায় এক নির্বাচনী পথসভায় এসব কথা বলেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে ভালাইপুর মোড়ে পথসভায় এসব কথা বলেন তিনি।
শামসুজ্জামান দুদু বলেন, ‘বিএনপির এখন প্রধান কাজ ভোটারদের কাছে যাওয়া। তাদের সমর্থন আদায় করা। আগামী নির্বাচনে বিএনপি সরকার গঠন করবে। বিএনপি সম্ভাবনাময় দল এবং সেই দল নির্বাচিত হবে এটা দেশবাসী মনে করে।
এ জন্য ধানের শীষ মার্কায় ভোট দেওয়ার জন্য জনগণের কাছে যাওয়া ও নেতাকর্মীকে উৎসাহিত করাই এখন লক্ষ্য। দল যখন আনুষ্ঠানিকভাবে কাউকে প্রার্থী হিসেবে মনোনীত করবে সেই ব্যক্তির পক্ষে দল এবং জনগণ ঐক্যবদ্ধ হবে বলে প্রত্যাশা করি।’
এ সময় আলমডাঙ্গা উপজেলার বেশ কয়েকটি ইউনিয়নে পথসভায় অংশ নেন তিনি। পথসভায় আরো উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সহসভাপতি অ্যাডভোকেট ওয়াহিদুজ্জামান বুলা, শহিদুল ইসলাম রতনসহ জেলা ও উপজেলা নেতৃবৃন্দ।
ইউটি/টিএ