ফেনীর পুলিশ লাইন এলাকায় মোবাইলে চার্জ দেওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রিয়ান মোল্লা (২৩) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
বুধবার (১৭ সেপ্টেম্বর) পুলিশ লাইন্সের পাশে আজমি মার্কেটের পেছনে শাকিলের বাসায় এ ঘটনা ঘটে। নিহত রিয়ান মোল্লা মাদারীপুরের শাখারপাড় গ্রামের গনি মোল্লার ছেলে।
স্থানীয়রা জানান, রিয়ান মোবাইল চার্জ দেওয়ার জন্য মাল্টিপ্লাগ ব্যবহার করছিলেন।
এ সময় অসাবধানতাবশত বিদ্যুতের তার স্পর্শ করলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে ফেনী সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ফেনী মডেল থানা পুলিশ জানিয়েছে, পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
এমআর