অন্তর্বর্তী সরকার তাদের সময়ে মানুষের আকাঙ্খা পূরণ করতে পারেননি বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। তার ভাষ্য, সরকারের প্রতি মানুষের অনাস্থা তৈরি হয়েছে।
সম্প্রতি দেশের একটি বেসরকারি টেলিভিশন টক শোতে উপস্থিত হয়ে এসব কথা বলেন রাশেদ খান।
তিনি বলেন, মানুষের মধ্যে সংস্কারের আকাঙ্ক্ষা আছে।
কিন্তু সরকারের প্রতি মানুষের অনাস্থা তৈরি হয়েছে। এক বছরে সরকারের কাছ থেকে যে ধরনের প্রত্যাশা ছিল, সেটা হয়নি।
উদাহরণ টেনে রাশেদ খান বলেন, যেমন রাস্তায় বের হয়ে আপনি সঠিক সময়ে আসতে পারবেন না। প্রতিদিন কোনো না কোনো ইস্যুতে কোথাও না কোথাও আন্দোলন হচ্ছে, রাস্তা অবরোধ হচ্ছে।
সারা দেশের অবস্থা নিয়ন্ত্রণহীন। এখন আমার কাছে মাঝে মধ্যে মনে হয় আসলেই কী সরকার আছে নাকি নেই।
গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক বলেন, তিনটা দিন খুব ভালোভাবে দেশ চলেছে, ৫ আগস্ট থেকে ৮ আগস্ট। সে সময় তো সরকার ছিল না, তাহলে কারা দেশ চালিয়েছে? রাজনীতিবিদরা, রাজনৈতিক কর্মীরা।
এসএন