আগামী নির্বাচনে আওয়ামী লীগ নির্বাচন করার সুযোগ পাবে না বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের মুখপাত্র ও সিনিয়র সহসভাপতি ফারুক হাসান। তার মতে, রিফাইনড আওয়ামী লীগের প্রকল্প ভেস্তে গেছে। এবার জাতীয় পার্টির মাধ্যমে আওয়ামী লীগ কামব্যাক করার সেকেন্ড প্রকল্প ইতিমধ্যে চালু হয়েছে।
সম্প্রতি দেশের একটি বেসরকারি টেলিভিশন টক শোতে উপস্থিত হয়ে এমন মন্তব্য করেন ফারুক হাসান।
‘পিআর পদ্ধতিতে নির্বাচন হলে আওয়ামী লীগ ফিরবে’- অন্য আলোচকের এমন মন্তব্যের জেরে ফারুক বলেন, ‘ভাই বললেন যে পিআরের মাধ্যমে সবচেয়ে বড় সুযোগটা পাবে আওয়ামী লীগ। আওয়ামী লীগ তো নির্বাচন করার সুযোগই পাবে না। আওয়ামী লীগের কোনো নেতা, কোনো কর্মী আগামী নির্বাচনে অংশগ্রহণ করার কোনো সুযোগ পাবে না। তাদের যারা চোর-বাটপাড় ছিল, তারা যদি আগামী নির্বাচনে অংশগ্রহণ করার চেষ্টা করে বা করতে চায় তাহলে জনগণ পিটিয়ে সোজা করে দেবে।’
আগস্ট পরে ভারতের প্রথম পরিকল্পনা ছিল রিফাইনড আওয়ামী লীগ স্টাবলিশ করা এমন দাবি করে গণ অধিকার পরিষদের এই নেতা বলেন, আগস্টের পর ভারতের পরিকল্পনা ছিল রিফাইনড আওয়ামী লীগের মাধ্যমে বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগকে কামব্যাক করানো। ছাত্র-জনতা জানতে পারায় সেই পরিকল্পনা ভেস্তে দিলেন। তাদের সেকেন্ড প্রকল্প হচ্ছে জাতীয় পার্টির মাধ্যমে তারা আওয়ামী লীগে কামব্যাক করানো।
তিনি আরও বলেন, আওয়ামী লীগ ফেরাতে ভারত সেকেন্ড প্রকল্প ইতিমধ্যে চালু করেছে এবং চলমান আছে।
আগামী নির্বাচনে জাতীয় পার্টিকে তারা নির্বাচন করাবে এবং জাতীয় পার্টিকে এক শর বেশি সিটে জিতিয়ে আনবে। যদি জাতীয় পার্টি নির্বাচনে অংশগ্রহণের সুযোগ পায়।
কেএন/টিকে