লাতিন গ্র্যামি অ্যাওয়ার্ডস ২০২৫-এর জন্য মনোনয়ন তালিকা প্রকাশ করেছে লাতিন রেকর্ডিং একাডেমি। এবারের আসরে সর্বাধিক আলোচনায় আছেন পুয়ের্তো রিকোর জনপ্রিয় গায়ক, গীতিকার ও র্যাপার ব্যাড বানি। জানুয়ারিতে প্রকাশিত তাঁর অ্যালবাম দেবি tirar más fotos-কে ঘিরেই তিনি পেয়েছেন ১২টি মনোনয়ন।
অ্যালবাম অব দ্য ইয়ার থেকে শুরু করে রেকর্ড অব দ্য ইয়ার ও সং অব দ্য ইয়ার-সব কটি বিভাগেই নিজের সঙ্গেই প্রতিদ্বন্দ্বিতা করছেন ব্যাড বানি। তাঁর দুটি গান বাইলে ইনোলবিদাবলে এবং ডিটিএমএফ রয়েছে শীর্ষ বিভাগগুলোর তালিকায়। এ ছাড়া প্রথমবারের মতো প্রবর্তিত বেস্ট রুটস সং বিভাগেও মনোনয়ন পেয়েছেন তিনি, গান লো কে লে পাশো আ হাওয়াই-এর জন্য।
২০১৭ সাল থেকে প্রতি বছরই লাতিন গ্র্যামিতে মনোনীত হচ্ছেন ব্যাড বানি। ২০১৯ সালে প্রথম পুরস্কার জেতেন তিনি, সেরা আরবান মিউজিক অ্যালবাম বিভাগে। এতদিনে তাঁর ঝুলিতে এসেছে মোট ১২টি গ্র্যামি, আর মনোনয়ন সংখ্যা দাঁড়াল ৫২-এ।
এবারের আসরে আরও যারা শীর্ষ মনোনয়ন পেয়েছেন, তাঁদের মধ্যে আর্জেন্টাইন জুটি ক্যাটরিয়েল গুরেরো ও উলিসেস গুরেরোর ব্যান্ড ক্যা৭রিয়েল ও পাকো আমোরোসোর নাম উল্লেখযোগ্য। তাঁদের অ্যালবাম পাপোটা এবং এর গান এল দিয়া দেল আমিগো ও #টেতাস বিশেষভাবে মনোনীত হয়েছে। অন্যদিকে গীতিকার ও প্রযোজক এডগার বারেরা একাধিক শিল্পীর সঙ্গে কাজ করে একযোগে মনোনয়ন পেয়েছেন গীতিকার অব দ্য ইয়ার ও প্রযোজক অব দ্য ইয়ার বিভাগে।
মনোনয়ন তালিকায় আরও আছেন লাতিন সংগীতের কিংবদন্তি মিল্টন নাসিমেন্তো, শাকিরা, রাউ আলেহান্দ্রো, গ্লোরিয়া এস্টেফান, কারিন লিওন, মন লাফোর্তে, সিলভানা এসত্রাদা, রুবেন ব্লেডস, নিকি নিকোল, ক্রিশ্চিয়ান নোদালসহ আরও অনেকে।
লাতিন রেকর্ডিং একাডেমির প্রধান নির্বাহী মানুয়েল আবুদ বলেন, “লাতিন সংগীতের প্রভাব এখন বৈশ্বিক। এ বছর মনোনীত শিল্পীরা শুধু বহুমাত্রিকতা ও ঐতিহ্যই ধরে রাখেননি, বরং এমন বৈচিত্র্য এনেছেন যা আমাদের সংগীতকে অনন্য করে তোলে।”
উল্লেখ্য, ২০২৫ সালের লাতিন গ্র্যামি অনুষ্ঠিত হবে আগামী ১৩ নভেম্বর লাস ভেগাসের এমজিএম গ্র্যান্ড গার্ডেন অ্যারেনায়। অনুষ্ঠানটি সম্প্রচার করবে টেলেভিসা ইউনিভিশন।
টিকে/