গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেছেন, ‘আলোচনার মধ্য দিয়ে আমার সমস্যার সমাধানের পথ খোঁজা দরকার এবং আলোচনার শেষ পর্যন্ত এই সমাধানের চেষ্টাটা করা দরকার।’
সম্প্রতি দেশের একটি বেসরকারি টেলিভিশন টক শোতে উপস্থিত হয়ে উপস্থাপকের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
জামায়াতে ইসলামী ঐকমত্য কমিশনের আলোচনার টেবিলে আছে এখনো। একই সঙ্গে তারা কর্মসূচি নিয়ে রাজপথে নেমেছে।
এ বিষয়ে জানতে চাইলে জোনায়েদ সাকি বলেন, ‘কেউ কেউ মনে করতে পারেন আমরা আলোচনাও চালাব, আন্দোলনও করব। সময়টা এখন নির্বাচনের পূর্ব সময়। সুতরাং এই সময়ে দলীয় এজেন্ডা বা প্রস্তাব নিয়ে মানুষের জনমত তৈরি করা বা পরিস্থিতিকে নিজেদের পক্ষে নিয়ে দলীয় কৌশলের অংশ হতে পারে। আমাদের কাছে এমনটাই মনে হয়েছে যে এটি দলীয় কৌশল।
’
তিনি আরো বলেন, ‘তবে এটির দেখাদেখি যদি অন্য রাজনৈতিক দলগুলো যদি তাদের প্রস্তাবনা বা এজেন্ডা নিয়ে মাঠে নামে তাহলে বিষয়টি শক্তি প্রদর্শনের দিকে যেতে পারে। ওই ঝুঁকিটা আমাদের আছে এবং ঝুঁকিটা ইতিবাচক নয়।’
গণ-অভ্যুত্থানের পর যখন রাজনৈতিক দলগুলো একটি দিশা পেয়েছে যে এদিকেই যেতে হবে, সেখানে শান্তিপূর্ণভাবে গণতান্ত্রিক পথ নির্মাণই সবার জন্য মঙ্গল বলে মনে করেন জোনায়েদ সাকি।
ইএ/টিকে