স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সহকারী একান্ত সচিব (এপিএস) হিসেবে নিয়োগ পেয়েছেন মো. আয়মন হাসান রাহাত।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) তাকে এই নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
জানা যায়, নতুন এপিএস আয়মন হাসান রাহাত বরিশালের মুলাদী উপজেলার রামারপোল গ্রামের বাসিন্দা।
জুলাই ছাত্র আন্দোলনের অন্যতম নেতা আসিফ মাহমুদ যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করছেন।
আয়মন হাসান রাহাত যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টার এপিএস হিসেবে অতিরিক্ত দায়িত্ব পালন করবেন বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
এবি/টিকে