গাজীপুর জেলার কাশিমপুর থানা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এবং গাজীপুর মহানগর আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পদবিষয়ক সম্পাদক এস এম আশরাফুল আলম আসকরকে গ্রেপ্তার করেছে তেজগাঁও থানা পুলিশ।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর শেরেবাংলা নগর থানার ইন্দিরা রোড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপপুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এসব তথ্য নিশ্চিত করে বলেন, সন্ত্রাসবিরোধী আইনের মামলার আসামি আশরাফুল আলম আসকর ওই এলাকায় অবস্থান করছে—এমন গোপন সংবাদে অভিযান চালায় পুলিশ। পরে বিকেল ৩টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়।
তিনি বলেন, গ্রেপ্তার আশরাফুল আলম আসকরের বিরুদ্ধে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের গাছা থানা ও জয়দেবপুর থানায় দুইটি পৃথক মামলা রয়েছে। গ্রেপ্তারের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।