বিশ্বকাপে ব্রাজিল দলে নেইমারকে দেখবেন আশাবাদী রোনালদো

যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে আগামী বছর অনুষ্ঠিত হবে ফিফা বিশ্বকাপ। ২০২৩ সালের অক্টোবর থেকে জাতীয় দলের বাইরে থাকলেও আসরটিতে নেইমার জুনিয়রের খেলা নিয়ে আশাবাদী রোনালদো নাজারিও। ব্রাজিলিয়ান এ কিংবদন্তি মনে করেন, বিশ্ব আসরে দলের হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন নেইমার।

নেইমারের ক্যারিয়ারের সঙ্গে ইনজুরি নাম অভিশাপ যেন ওতপ্রোতভাবে জড়িয়ে গেছে। ৩৩ বছর বয়সী এ তারকা বাঁ পায়ের ইনজুরিতে ২০২৩ সালের অক্টোবরের পর থেকেই জাতীয় দলের বাইরে। গত জানুয়ারিতে শৈশবের ক্লাব সান্তোসের হয়ে মাঠে ফিরলেও আনচেলত্তির অধীনে এখনো ব্রাজিলের জার্সি জড়ানো হয়নি তার। ইতালিয়ান কোচের অধীনে গত মার্চ থেকে ইতোমধ্যে সেলেসাওরা বাছাইপর্বের ৬টি ম্যাচ খেলেছে। কিন্তু ইনজুরির কারণে কোনোটিতেই ডাক পাননি নেইমার। সবশেষ সেপ্টেম্বরের দুই ম্যাচের জন্যেও তাকে বাইরে রেখে স্কোয়াড সাজিয়েছিলেন আনচেলত্তি।

এপ্রিলে উরুর ইনজুরি আর গত মাসের শেষদিকে মাংসপেশির চোটের কারণে তাকে দলে রাখেননি কোচ। নেইমারকে শতভাগ ফিট হিসেবেই দলে চান ইতালিয়ান মাস্টারমাইন্ড।
এদিকে বিশ্বকাপের আগে আর কোনো বাছাইপর্বের ম্যাচ নেই। আসরের প্রস্তুতি সারতে হয়তো কয়েকটি প্রীতি ম্যাচ খেলবে সেলেসাওরা। তাই অনেকটাই অনিশ্চয়তায় নেইমারের বিশ্বকাপ দলে জায়গা করে নেয়া। তবে ব্রাজিলের কিংবদন্তি রোনালদো নাজারিও মনে করেন, নেইমার ফিরবেন এবং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।

রোনালদো বলেন, ‘নেইমারকে থাকলে ব্রাজিল যেকোনো কিছুই অর্জন করতে পারবে। সে (বিশ্বকাপ) দলে থাকতে পারে এবং আমি বিশ্বাস করি সে থাকবে। বিশ্বকাপের জন্য সে গুরুত্বপূর্ণ খেলোয়াড়। সবাই শতভাগ ফিট নেইমারকে চায়। যেটা আনচেলত্তি এবং নেইমারও চায়। তার মধ্যে আমি বিশ্বকাপ দলে জায়গা করার জন্য এবং ব্রাজিলকে সহায়তা করার জন্য শক্তিশালী আকাঙ্ক্ষা দেখেছি।’

মারাত্মক ইনজুরি থেকে ফেরা নেইমারের ফিট হতে ও পুরনো ছন্দে ফিরতে সময়ের প্রয়োজন। যেটাকে স্বাভাবিক হিসেবেই দেখছেন রোনালদো। বিশ্বকাপ দলে ফিরতে কি করতে হবে সেটাও নেইমার ভালো করেই জানেন বলে মন্তব্য করেন রোনালদো।

ব্রাজিলের বিশ্বকাপজয়ী এ তারকা বলেন, ‘সে মারাত্মক ইনজুরি থেকে ফিরে এসেছে এবং সে যেটার মধ্যে দিয়ে যাচ্ছে (অভিযোজন, খেলার ছন্দে ফেরা) তা স্বাভাবিক। সমালোচনা তীব্র কিন্তু প্রত্যাশাও উচ্চ এবং সে কারণেই সমালোচনাগুলো হচ্ছে। তবে নেইমার জানে বিশ্বকাপে শতভাগ দেওয়ার জন্য তাকে কি করতে হবে।’

ব্রাজিলের বিশ্বকাপ জেতার দুই যুগ হতে চলল। এরপর খুব কাছাকাছি বলতে ২০১৪ আসরে সেমিফাইনাল খেলেছিল তারা। এবারের আসরে যাচ্ছে বাছাইপর্বে কমনবেল থেকে পঞ্চম হয়ে। তবে দুই বারের বিশ্বকাপজয়ী মনে করে আনচেলত্তির অধীনে ভালো অবস্থানেই আছে ব্রাজিল। ইতালিয়ান কোচের প্রশংসাও করেন তিনি।

রোনালদো বলেন, ‘আনচেলত্তি অসাধারণ একজন মানুষ। দলের একজন খেলোয়াড় যেন, যিনি সবসময় দলকে উজ্জীবিত করেন এবং সম্প্রীতি তৈরি করেন। কৌশলগতভাবে সে মেধাবী এবং ফুটবলের একজন বিজয়ী। সাফল্য পাওয়ার জন্য আনচেলত্তি এবং জাতীয় দলের প্রয়োজনী সবকিছুই আছে।’

এবি/এসএন

Share this news on:

সর্বশেষ

img
স্বামী নয় প্রভু, স্ত্রী হতে পারে শ্রেষ্ঠ বন্ধু: স্বতন্ত্র চিরসখা Nov 07, 2025
"ঘি আমাদের লাগবেই" জামায়াত নেতা তাহেরের বক্তব্যে রিজভী যা বললেন | Nov 07, 2025
বিএনপি রাস্তায় নামলে পরিস্থিতি ভিন্ন রূপ নেবে: বিএনপি মহাসচিব Nov 07, 2025
‘নো হ্যাংকি প্যাংকি’, বিএনপিকে জামায়াতের হুঁশিয়ারি Nov 07, 2025
যে কারণে তিস্তা ব্যারেজ ও নিজ গ্রামের ইতিহাস টানলেন রিজভী Nov 07, 2025
চরফ্যাশনে গণসংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখছেন নুরুল ইসলাম নয়ন Nov 07, 2025
''মাদকমুক্ত এলাকা গড়ে তুলব'' Nov 07, 2025
ডর-এ রাভিনার না হওয়া চরিত্রের অজানা গল্প Nov 07, 2025
img
ডি ককের সেঞ্চুরিতে পাকিস্তানকে হারিয়ে সমতায় ফিরলো দক্ষিণ আফ্রিকা Nov 07, 2025
img
রাজনীতিতে ইশরাককে আমি সর্বোচ্চ সহযোগিতা করব: নুসরাত খান Nov 07, 2025
img
নির্বাচন নিরপেক্ষ হলে বিএনপি ক্ষমতায় যাবে: দুলু Nov 07, 2025
img
বাংলাদেশ-শ্রীলঙ্কা পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক সম্পন্ন Nov 07, 2025
img
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের ভেন্যুর সংক্ষিপ্ত তালিকা চূড়ান্ত Nov 07, 2025
img
দিল্লি নয়, ঢাকা থেকেই করা যাবে বেলজিয়ামের ভিসা আবেদন Nov 07, 2025
img
জাহানারার অভিযোগের প্রেক্ষিতে তদন্ত কমিটি গঠন করছে বিসিবি Nov 07, 2025
img
সাবেক পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী আর নেই Nov 07, 2025
img
ধাক্কা খাওয়া ভয়ের নয়, অভিজ্ঞতা: শুভশ্রী গাঙ্গুলী Nov 07, 2025
img
নরসিংদীতে ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা Nov 07, 2025
img
মির্জা ফখরুলকে জামায়াতের নায়েবে আমীরের কল Nov 07, 2025
img

ঐকমত্য কমিশনের ব্যয় নিয়ে মিথ্যাচারের প্রতিবাদ

ঐকমত্য কমিশনের মোট ব্যয় ১ কোটি ৭১ লাখ টাকা, আপ্যায়ন খাতে ৪৫ লাখ Nov 07, 2025