চ্যাম্পিয়ন্স লিগে দ্রুততম ‘ফিফটি’র রেকর্ড গড়লেন আর্লিং হালান্ড

নাপোলিকে ২-০ গোলে হারিয়ে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের নতুন আসর শুরু করল ম্যানচেস্টার সিটি। ম্যাচটিতে সিটির হয়ে এক গোল করা আর্লিং হালান্ড ইউরোপীয় ক্লাবের সর্বোচ্চ এই প্রতিযোগিতায় দ্রুততম ৫০ গোল করার রেকর্ড গড়েছেন। এক্ষেত্রে তিনি খেলেছেন ৪৯ ম্যাচ। এতদিন রেকর্ডটি ছিল ম্যানচেস্টার ইউনাইটেড ও রিয়াল মাদ্রিদের সাবেক তারকা রুড ভ্যান নিস্টলরয়ের (৬২ ম্যাচ)।

দ্রুততম ফিফটির রেকর্ড গড়ে হালান্ড ম্যানসিটি সতীর্থ ফিল ফোডেনের কাছ থেকেও প্রশংসা পেয়েছেন, ‘মনে হচ্ছে সে প্রতিটি রেকর্ডই ভেঙে দেবে। এই বয়সে সে যা করছে তা সচরাচর শোনা যায় না।’ হালান্ডের বয়সটা এখন মাত্র ২৫, তিনি চাইলে চ্যাম্পিয়ন্স লিগে সর্বোচ্চ গোল (১৪১) করা ক্রিশ্চিয়ানো রোনালদোকে ছাড়িয়ে যাওয়ার লক্ষ্যমাত্রাও ঠিক করতে পারেন।

নরওয়েজিয়ান তারকাকে নিয়ে তেমন আশা-ই করছেন সিটি কোচ পেপ গার্দিওলাও, ‘সংখ্যাই বলে দিচ্ছে (কী চলছে)। যদি সে ১০-১২ বছর খেলতে পারে এবং এমন উন্নতির প্রক্রিয়া ধরে রাখে, অবশ্যই (সে পারবে)। তাকে পেয়ে আমরা অনেক সৌভাগ্যবান।’ এর আগে ২০২২৩ সালে চ্যাম্পিয়ন্স লিগে ভ্যান নিস্টলরয়ের দ্রুততম ৩০ গোলের রেকর্ডও ভেঙেছিলেন হালান্ড। একই বছর তিনি ইংলিশ প্রিমিয়ার লিগেও দ্রুততম ৫০ গোলের নজির গড়েন।



২০২২ সালে বরুসিয়া ডর্টমুন্ড থেকে ম্যানসিটিতে যোগ দেন হালান্ড। এখন পর্যন্ত তিনি ১৫১ ম্যাচে ১৩০টি গোল করেছেন। চলতি মৌসুমে একইভাবে গোলের ক্ষুধা দেখিয়ে চলেছেন হালান্ড। জাতীয় দল ও ক্লাব মিলিয়ে ৭ ম্যাচে তার গোল ১২টি। সম্প্রতি মলদোভার বিপক্ষে নরওয়ের ১১-১ ব্যবধানে জয়ের ম্যাচেও এই গোলমেশিন ৫ গোল করেছেন। চ্যাম্পিয়ন্স লিগ ও ইউরোপীয় লিগের সর্বোচ্চ গোলদাতাদের এলিট লিস্টে জায়গা করে নিয়েছেন হালান্ড, ছাড়িয়ে গেছেন আলফ্রেডো স্টেফানো ও জ্লাতান ইব্রাহিমোভিচকেও। উয়েফার সর্বোচ্চ গোলদাতার তালিকায় তার অবস্থান বর্তমানে ১১তম। সমান গোলে তার পাশাপাশি আছেন ফিলিপে ইনজাঘি এবং এক গোলে এগিয়ে থিয়েরি অঁরি।

অবশ্য চ্যাম্পিয়ন্স লিগে সর্বকনিষ্ঠ ফুটবলার হিসেবে দ্রুততম ৫০ গোলের রেকর্ডটি এখনও লিওনেল মেসির দখলে। বার্সেলোনার সাবেক এই তারকা টুর্নামেন্টটিতে ২৪ বছর ২৮৪ দিন বয়সে ওই কীর্তি গড়েন। এ ছাড়া চ্যাম্পিয়ন্স লিগে দ্রুততম ৬০ (৮০ ম্যাচ) ও ৭০ গোলের (৯০ ম্যাচ) রেকর্ডটিও আর্জেন্টাইন মহাতারকার দখলে। যা পরবর্তী লক্ষ্য হতে পারে হালান্ডের। ৭৯ ম্যাচে ৫০ গোল করা কিলিয়ান এমবাপের বর্তমান গোলসংখ্যা ৫৭।

একই প্রতিযোগিতায় দ্রুততম (১০০ ম্যাচ) ৮০ গোলের রেকর্ড রয়েছে বার্সেলোনা ও পোলিশ ফরোয়ার্ড রবার্ট লেভান্ডফস্কির। তিনি এখনও চ্যাম্পিয়ন্স লিগের সর্বোচ্চ গোলদাতার তালিকায় তৃতীয় (১০৫)। সামনে আছেন যথাক্রমে রোনালদো (১৪১) ও মেসি (১২৯)। যদিও এই দুই মহাতারকাই ইউরোপীয় ক্লাব ছেড়েছেন বছর দুয়েক আগে।

এসএস/এসএন

Share this news on:

সর্বশেষ

img
স্বামী নয় প্রভু, স্ত্রী হতে পারে শ্রেষ্ঠ বন্ধু: স্বতন্ত্র চিরসখা Nov 07, 2025
"ঘি আমাদের লাগবেই" জামায়াত নেতা তাহেরের বক্তব্যে রিজভী যা বললেন | Nov 07, 2025
বিএনপি রাস্তায় নামলে পরিস্থিতি ভিন্ন রূপ নেবে: বিএনপি মহাসচিব Nov 07, 2025
‘নো হ্যাংকি প্যাংকি’, বিএনপিকে জামায়াতের হুঁশিয়ারি Nov 07, 2025
যে কারণে তিস্তা ব্যারেজ ও নিজ গ্রামের ইতিহাস টানলেন রিজভী Nov 07, 2025
চরফ্যাশনে গণসংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখছেন নুরুল ইসলাম নয়ন Nov 07, 2025
''মাদকমুক্ত এলাকা গড়ে তুলব'' Nov 07, 2025
ডর-এ রাভিনার না হওয়া চরিত্রের অজানা গল্প Nov 07, 2025
img
ডি ককের সেঞ্চুরিতে পাকিস্তানকে হারিয়ে সমতায় ফিরলো দক্ষিণ আফ্রিকা Nov 07, 2025
img
রাজনীতিতে ইশরাককে আমি সর্বোচ্চ সহযোগিতা করব: নুসরাত খান Nov 07, 2025
img
নির্বাচন নিরপেক্ষ হলে বিএনপি ক্ষমতায় যাবে: দুলু Nov 07, 2025
img
বাংলাদেশ-শ্রীলঙ্কা পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক সম্পন্ন Nov 07, 2025
img
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের ভেন্যুর সংক্ষিপ্ত তালিকা চূড়ান্ত Nov 07, 2025
img
দিল্লি নয়, ঢাকা থেকেই করা যাবে বেলজিয়ামের ভিসা আবেদন Nov 07, 2025
img
জাহানারার অভিযোগের প্রেক্ষিতে তদন্ত কমিটি গঠন করছে বিসিবি Nov 07, 2025
img
সাবেক পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী আর নেই Nov 07, 2025
img
ধাক্কা খাওয়া ভয়ের নয়, অভিজ্ঞতা: শুভশ্রী গাঙ্গুলী Nov 07, 2025
img
নরসিংদীতে ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা Nov 07, 2025
img
মির্জা ফখরুলকে জামায়াতের নায়েবে আমীরের কল Nov 07, 2025
img

ঐকমত্য কমিশনের ব্যয় নিয়ে মিথ্যাচারের প্রতিবাদ

ঐকমত্য কমিশনের মোট ব্যয় ১ কোটি ৭১ লাখ টাকা, আপ্যায়ন খাতে ৪৫ লাখ Nov 07, 2025