বলিউডের বহুল আলোচিত ছবি সানি সংস্কারি কি তুলসি কুমারী আবারও দর্শকদের মাতাচ্ছে নতুন গান দিয়ে। ছবির তৃতীয় ট্র্যাক ‘পারফেক্ট’ প্রকাশের পর থেকেই ভক্তদের মধ্যে তৈরি হয়েছে উন্মাদনা। গানটি গেয়েছেন পাঞ্জাবি পপ সেনসেশন গুরু রান্ধাওয়া।
এর আগে প্রকাশিত বিজুরিয়া ও পানওয়াড়ি গান দুটিতে ব্যাপক সাড়া পাওয়ার পর এবার ‘পারফেক্ট’-এ দর্শকদের জন্য অপেক্ষা করছে আরও বেশি বিট, গ্ল্যামার আর মজা। ভিডিওতে বরুণ ধাওয়ান ও জাহ্নবী কাপুরকে দেখা গেছে একেবারে স্টাইলিশ লুকে। দুজনের রোমান্টিক কেমিস্ট্রি আর নাচে ঝলসে উঠেছে পুরো স্ক্রিন।
শুধু তাই নয়, গুরু রান্ধাওয়াও হাজির হয়েছেন নিজস্ব স্টাইলে। তার উপস্থিতিতে গানটির এনার্জি আরও বেড়েছে কয়েকগুণ। ভক্তরা ইতোমধ্যেই সোশ্যাল মিডিয়ায় গানটির প্রশংসায় ভরিয়ে দিচ্ছেন।
সব মিলিয়ে, ‘পারফেক্ট’ যে দ্রুতই পার্টি অ্যান্থেমে পরিণত হতে চলেছে, তা বলাই যায়। বরুণ-জাহ্নবীর ঝলক আর গুরু রন্ধাওয়ার স্বতন্ত্র সঙ্গীতে ছবিটি পাচ্ছে নতুন এক চার্টবাস্টার।
এমকে/এসএন