সিন্ডিকেট বাণিজ্যের মাধ্যমে সরকারি বাসা বরাদ্দে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে সরকারি আবাসন পরিদপ্তরের ৩ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রশাসন অধিশাখা-২ থেকে পৃথক প্রজ্ঞাপন ও অফিস আদেশে এ বিষয়ে জানানো হয়েছে।
সাময়িক বরখাস্ত হওয়া কর্মকর্তারা হলেন- সরকারি আবাসন পরিদপ্তরের উপপরিচালক রাশেদ আহাম্মেদ সাদী, সহকারী পরিচালক বিলাল হোসাইন ও সহকারী হিসাবরক্ষক মো. নজরুল ইসলাম। এরমধ্যে রাশেদ আহম্মেদ সাদী ও বিলাল হোসাইনকে বরখাস্ত করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এছাড়া নজরুল ইসলামকে সাময়িক বরখাস্ত করে আবাসন পরিদপ্তর থেকে অফিস আদেশ জারি করা হয়েছে।
সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ এর ১২(১) অনুযায়ী এই ৩ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সাময়িক বরখাস্তকালীন সময়ে তারা বিধি অনুযায়ী খোরপোষ ভাতা পাবেন বলেও প্রজ্ঞাপনে উল্লেখ রয়েছে।
ইএ/টিকে