দলীয় নির্দেশনা মানছেন না বিএনপি নেতা মিন্টু

শালিস বিচার, পাওনা আদায় ও জমি সংক্রান্ত বিরোধসহ অন্যান্য বিরোধ নিষ্পত্তিতে স্থানীয় নেতাদের সম্পৃক্ত না হওয়ার জন্য বিএনপির পক্ষ থেকে কঠোর নির্দেশনা রয়েছে। কিন্তু দলীয় এ নির্দেশনা অমান্য করার অভিযোগ উঠেছে খুলনার দিঘলিয়া উপজেলার বিএনপির আহ্বায়ক মিন্টু মোল্লার বিরুদ্ধে।

স্থানীয় সূত্রে জানা যায়, ইটভাটা, নগর ঘাট মার্কেট ও গোডাউনের মালিক ব্যবসায়ী খলিল মাদবরের সঙ্গে সেলিম রেজা ওরফে আবদার ও বিএনপির আহ্বায়ক মিন্টু মোল্লার মধ্যে ইটভাটা সংক্রান্ত একটি বিরোধ চলমান। সম্প্রতি দিঘলিয়া থানার ইনস্পেক্টর (তদন্ত) হেলালুজ্জামানের উপস্থিতিতে তারা বিষয়টি সুরাহা করতে বসেন। কিন্তু মিন্টু মোল্লা ব্যবসায়ী খলিলকে বিচার মানতে চাপ প্রয়োগ করেন। এক পর্যায়ে উভয় পক্ষই উত্তেজিত হয়ে পড়ে এবং দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তার সামনে গালিগালাজ করতে থাকেন। পুলিশ কর্মকর্তা বিব্রত হয়ে উভয় পক্ষকেই অফিস কক্ষ থেকে বের হয়ে যাওয়ার অনুরোধ করেন।

এ বিষয়ে ব্যবসায়ী খলিলের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কালবেলাকে বলেন, আবদারের সঙ্গে আমি কয়েক বছর আগে ইটভাটার ব্যবসায় শুরু করি কিন্তু ভাটা আমার নামে। ব্যবসায়ে লোকসান হলে ঋণ করা টাকা পরিশোধ না করেই সে চলে যায়। পরে সব ঋণ আমি একাই পরিশোধ করি। কিন্তু ২০১৯ সালের দিকে আবদার নানা মিথ্যা অভিযোগসহ মালিকানা দাবি করে আদালতে মামলা করে। এক পর্যায়ে তদন্তভার যায় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) কাছে। পাঁচ মাস তদন্ত শেষে পিবিআই প্রতিবেদন দেয়। আদালত সব তথ্যপ্রমাণ যাচাই করে আমার পক্ষে রায় দেন। এরপর কিছুদিন আবদার চুপচাপ ছিল।

তিনি আরও বলেন, দুই বছর হয়েছে আমি আমার ভাটা হেদায়েত ও হায়দার মোড়লের কাছে লিজ দিই। হেদায়েতের কাছ থেকে ১০ লাখ টাকার ইট নেন বিএনপি নেতা মিন্টু মোল্লা। কিন্তু কোনো টাকা দেননি বরং আরও হুমকি-ধামকি দিয়ে তার ইট বিক্রিতে বাধা সৃষ্টি করেন। এ টাকা চাইলে হেদায়েতকে মারধর করে মিন্টু মোল্লার লোকজন। এরমধ্যে আমাকে জড়িয়ে আবদারকে দিয়ে থানায় অভিযোগ করান মিন্টু। আমি পুলিশের ডাকে থানায় যাই। দুই পক্ষের কথোপকথন হয়। কিন্তু আমার বিরুদ্ধে মিন্টু মোল্লা যেসব অভিযোগ করেন তা সঠিক নয় বলে আমি পুলিশকে জানাই। এরপরই মিন্টু মোল্লা আমার ওপর চড়াও হন। একপর্যায়ে আমাকে গালিগালাজ করেন এবং প্রাণনাশের হুমকি দেন। আমাকে এখনো হুমকি দেওয়া হচ্ছে।
দলীয় নির্দেশনা মানছেন না বিএনপি নেতা মিন্টু

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক ব্যক্তিও মিন্টু মোল্লার বিরুদ্ধে অভিযোগ করেন। তিনি বলেন, মিন্টু মোল্লারা বিএনপির জন্য অভিশাপ। তিনি বিএনপির ক্ষমতা ব্যবহার করে দখলবাজি, চাঁদাবাজি ও মামলাবাজি ইত্যাদি অপরাধের সঙ্গে যুক্ত আছেন। তার কারণে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে।

অভিযোগের বিষয়ে মিন্টু মোল্লার সঙ্গে যোগাযোগ করা হলে কালবেলাকে তিনি বলেন, আমি ঠিকাদারিতে যুক্ত থাকার সুবাদে ভাটা চালু থাকা অবস্থায় তাদের কাছ থেকে আমি চুক্তিতে ইট কিনতাম। সেই চুক্তির মেয়াদও শেষে হয়েছে বহু আগেই। চুক্তিতে তাদের দুজনেরই মালিক হিসেবে স্বাক্ষর রয়েছে। এরপর ভাটাটিকে লিজ দেন খলিল। এটি সম্প্রতি অপর মালিক আবদার জানতে পেরে লিজের টাকা দাবি করেন। তবে আবদারকে মালিক হিসেবে স্বীকার করতে চাননি খলিল। এজন্য থানার শরণাপন্ন হয় আবদার। এ সময় আমার কাছে থাকা প্রমাণপত্র স্বরূপ চুক্তিনামাটি সাক্ষ্য হিসেবে প্রদর্শন করতে অনুরোধ জানায়। আমি প্রমাণপত্র দেওয়ায় খলিলের বিরুদ্ধে গেছে বিধায় সে মিথ্যা অভিযোগ করেছে।

এ বিষয়ে দিঘলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এইচএম শাহীন কালবেলাকে বলেন, ইটভাটার মালিকানা সংক্রান্ত একটি বিষয় নিয়ে আমাদের কাছে অভিযোগ আসছিল। আমরা দুই পক্ষকে থানায় ডাকি। ওই সময় তারা কথাকাটাকাটিতে জড়িয়ে পড়েন। আমরা সঙ্গে সঙ্গে তা থামিয়ে দিয়ে আদালতের মাধ্যমে সমাধানের জন্য আহ্বান জানাই। পরে আদালত ১৪৪ ধারা জারির নির্দেশ দেন। আমরা দুই পক্ষকেই নোটিশ জারি করেছি।

এবি/এসএন

Share this news on:

সর্বশেষ

img
পেশিশক্তির প্রভাব খাটিয়ে ক্ষমতা কুক্ষিগত করার দিন শেষ: গোলাম পরওয়ার Sep 19, 2025
img
জুবিন গার্গের মৃত্যুতে শোকাচ্ছন্ন টালিউড, শোকবার্তা জানালেন দেব Sep 19, 2025
img
অর্ধেক বয়সের ছেলেরা আমাকে প্রেমের প্রস্তাব দেয় : আমিশা পাটেল Sep 19, 2025
img
আমির হামজাকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে : ছাত্রদল Sep 19, 2025
img
বিএনপির ৬ নেতাকে কারণ দর্শানোর নোটিশ Sep 19, 2025
img
নির্বাচন বাধাগ্রস্ত করতে অপতৎপরতা চলছে: রুহিন হোসেন Sep 19, 2025
img
ভেল্লালাগের বাবার মৃত্যুতে শোক প্রকাশ জয়সুরিয়ার Sep 19, 2025
img
ট্রাম্পপন্থী সাংবাদিককে নাগরিকত্ব দেবে ইতালি Sep 19, 2025
img
আজ যারা বিপ্লব করতে চান, তাদেরকে মানুষের কাছে চলে যেতে হবে: মির্জা ফখরুল Sep 19, 2025
img
আওয়ামী লীগ নেতা কামরুজ্জামান কারাগারে Sep 19, 2025
img
২৬ সেপ্টেম্বর থেকে ফের শুরু এনসিএল টি-টোয়েন্টি Sep 19, 2025
img
মাঠের বক্তব্যের জবাব গণতান্ত্রিকভাবে মাঠেই দেয়া হবে: সালাহউদ্দিন Sep 19, 2025
img
জনগণ যেহেতু চায় তাই পিআর পদ্ধতিতেই নির্বাচন দিতে হবে: গোলাম পরওয়ার Sep 19, 2025
img
বাংলাদেশের গণঅভ্যুত্থানের প্রামাণ্যচিত্র ইউটিউবে ব্লক করল ভারত Sep 19, 2025
img
জনগণের ওপরে ‘দলীয় এজেন্ডা’ চাপিয়ে পার পাওয়া যাবে না : ডা. জাহিদ Sep 19, 2025
img
২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি আরও ২৪৮ Sep 19, 2025
img
১০ জন নিয়েও মোহামেডানকে হারিয়ে শিরোপা জিতল বসুন্ধরা কিংস Sep 19, 2025
img
কাসেমিরোকে দলে ভেড়াতে মোটা অঙ্কের প্রস্তাব আল নাসরের Sep 19, 2025
img
এরা আবার ক্ষমতায় এলে কী মধু খাওয়াবে বাংলাদেশের মানুষ বুঝে গেছে: মুফতি রেজাউল করীম Sep 19, 2025
img
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া সাংবাদিক মাসুদ কামালের গ্রেপ্তারের খবরটি গুজব Sep 19, 2025