বাংলাদেশ জামায়াতে ইসলামী তাদের রাজনীতিতে পারিবর্তন আনছে বলে মনে করছেন সিনিয়র সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক মাসুদ কামাল। এই পরিবর্তনটি পজিটিভ এবং সময়সাপেক্ষ বলেও মনে করেন তিনি।
সম্প্রতি দেশের একটি বেসরকারি টেলিভিশন টক শোতে উপস্তিত হয়ে উপস্থাপকের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
মাসুদ কামাল বলেন, ‘আমার বিবেচনায় জামায়াতের রাজনীতিতে চেঞ্জ আসতেছে।
কোনো একটা রাজনৈতিক দলের রাজনীতিতে পরিবর্তন আসাটাই স্বাভাবিক। সময় চেঞ্জ হয়, মানুষের চিন্তাভাবনা চেঞ্জ হয়, মানুষ সামনের দিকে যাবে এটি স্বাভাবিক।’
তিনি আরও বলেন, ‘জামায়াতের বর্তমান রাজনীতি দেখে আমি হ্যাপি। আমার কাছে মনে হয়, তারা তাদের রাজনীতিতে পরিবর্তন আনছে। আমি মনে করি, তাদের পলিটিক্স সামনের দিকে যাচ্ছে। আমি এই পার্টি নিয়ে খুবই আশাবাদী।’
এক সময় বলা হতো, জামায়াত হলো পাকিস্তানপন্থী। সম্প্রতি বলা হচ্ছে, জামায়াত এই মুহূর্তে পিআর পদ্ধতির মাধ্যমে ভারতের এজেন্ডা বাস্তবায়ন করার চেষ্টা করছে, এ বিষয়ে মাসুদ কামালের মতামত জানতে চান টক শো উপস্থাপক।
এ প্রসঙ্গে মাসুদ কামাল বলেন, ‘জামায়াতের কী নিজস্ব এজেন্ডা থাকতে পারে না? জামায়াত একটি রাজনৈতিক দল, তাকে তার এজেন্ডা বাস্তবায়ন করতে দেন। আমাদের একটা স্বভাব হয়ে গেছে, চট করে আরেকটা দেশের এজেন্ডা বাস্তবায়ন করা হচ্ছে বলে অভিযোগ দেওয়া।’
এই অভিযোগগুলো বলার জন্য বলা বা রাজনৈতিক বক্তব্য বলে মনে করেন তিনি। নিজের অভিজ্ঞতা শেয়ার করে মাসুদ কামাল বলেন, ‘এক সময় আমাকে বলত, আমি নাকি বিএনপির দালাল। পরে বলত, আমি আওয়ামী লীগের দালাল আবার ইদানীং বলে আমি নাকি জামায়াতের দালাল। আমি মনে করি যে, আমি যেহেতু সব দলের দালাল তাহলে মনে হয় ঠিক আছি।’
কেএন/টিকে