আগামী জাতীয় নির্বাচন ঘিরে দেশের রাজনীতিতে নানা রকম খেলাধুলা শুরু হয়ে গেছে বলে মন্তব্য করেছেন সিনিয়র সাবাদিক মোস্তফা ফিরোজ।
তিনি বলেন, ‘নির্বাচন এবং আন্দোলনকে সামনে রেখে রাজনীতিতে নানা রকম খেলাধুলা শুরু হয়েছে। আরেকটা জোট বা আরেকটা মেরুকরণ দেখা যাচ্ছে, ৯টা রাজনৈতিক দলের।’
আজ শুক্রবার নিজের ইউটিউব চ্যানেলে এক ভিডিওতে এ কথা বলেন মোস্তফা ফিরোজ।
দেশের একটি জাতীয় দৈনিকে প্রকাশিত সংবাদের উদ্ধৃতি দিয়ে তিনি জানান, জাতীয় নাগরিক পার্টি, গণ অধিকার পরিষদ, এবি পার্টিসহ ৯টি রাজনৈতিক দল মিলে নতুন জোট হতে যাচ্ছে। গতকাল বৃহস্পতিবার রাজধানীর একটি রেস্তোরাঁয় তাদের বৈঠকও হয়েছে।’
জামায়াতে ইসলামীর চলমান আন্দোলন রাজনৈতিক অবস্থা চাঙ্গা রাখার কৌশল জানিয়ে মোস্তফা ফিরোজ বলেন, ‘ইসলামী রাজনৈতিক দলগুলোর জোট হচ্ছে। সেই জোটটাও আলটিমেটলি একটা নির্বাচনী জোট, কারণ দেখেন শিবিরও কিন্তু অনেকটা জোটের মতো করে বিভিন্ন নির্বাচন করছে।
সরাসরি শিবিরের নামে কোনো প্যানেল নেই। আগামীতে সম্ভবত জামায়াতে ইসলামীর বদলে একটা জোটের নাম হবে। সেই জোটের নামেই হয়তো নির্বাচনটা করবে জামায়াত এবং জোটকে লিড করবে জামায়াত।’
এমন পরিস্থিতি অন্য রাজনৈতিক দলগুলোকে নিয়ে তিনি বলেন, এখন এনসিপি কী করবে? এনসিপি তো ওই জোটে (জামায়াতসহ ধর্মভিত্তিক রাজনৈতিক দলের জোট) যাবে না।
বিএনপির জোটে যাবে কিনা, সেটাও এখন পরিষ্কার না। কিন্তু গণতন্ত্র মঞ্চ আছে, তাদের ৭-৮টি রাজনৈতিক দল, তার সঙ্গে এখন আলোচনা শুরু করছে এনসিপি।
মোস্তফা ফিরোজ বলেন, ‘নতুন একটা নির্বাচনী জোট বা নতুন রাজনৈতিক মেরুকরণ হচ্ছে কিনা তা নিয়ে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক কৌতূহল। দেখা যাক শেষ পর্যন্ত কী হয়। এনসিপি যেহেতু কোনো পক্ষে নেই আবার এককভাবে কিছু করাও তাদের জন্য মুশকিল।
এ কারণে হয়তো তারা নতুন জোটটাকে তারা বেছে নিয়েছে। আগামী কয়েকদিনের মধ্যেই হয়তো বোঝা যাবে যে এটার গতি-প্রকৃতি কোন দিকে যাচ্ছে।’
এবি/এসএন