চ্যাম্পিয়নস লিগে হালান্ডের রেকর্ড, যা নেই মেসি-রোনালদোরও

ম্যানচেস্টার সিটির গোলমেশিন আর্লিং হালান্ড অভিষেকের পর থেকেই ভেঙে চলেছেন একের পর এক রেকর্ড। তার ধারাবাহিকতা এখনও চলছে। এবার তিনি চ্যাম্পিয়নস লিগের আরেকটি রেকর্ড ভেঙে দিয়েছেন। বৃহস্পতিবার রাতে নাপোলির বিপক্ষে ম্যাচে গোল করে তিনি ছুঁলেন টুর্নামেন্টে নিজের ৫০ গোলের মাইলফলক।

রেকর্ডটা তাতেই হয়ে গেছে। হালান্ড মাত্র ৪৯ ম্যাচে এই মাইলফলক ছুঁয়েছেন, যা চ্যাম্পিয়নস লিগ ইতিহাসে সবচেয়ে কম ম্যাচে এই কীর্তি। এর আগে রেকর্ডটি ছিল রুদ ভ্যান নিস্টেলরয়ের, যিনি ৬২ ম্যাচে ৫০ গোল করেছিলেন।

লিওনেল মেসি ৬৬ ম্যাচে এই সংখ্যা ছুঁয়েছিলেন। ক্রিশ্চিয়ানো রোনালদোর এই মাইলফলক ছুঁতে খেলতে হয়েছিল ৯২ ম্যাচ।

তবে একটা দিক থেকে মেসির কাছেই রয়ে গেছে রেকর্ডটা। বয়সের হিসেবে এখনো মেসিই সবচেয়ে কম বয়সে ৫০ গোলের মালিক (২৪ বছর ২৮৪ দিন)। তবে ২৫ বছর বয়সী হালান্ড এখানেও রেকর্ড বইয়ে বদল এনেছেন। কিলিয়ান এমবাপ্পেকে সরিয়ে এই তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছেন তিনি।

এই গোলের পর তিনি পেছনে ফেলেছেন ইউরোপিয়ান ফুটবলের কিংবদন্তি আলফ্রেডো ডি স্টেফানো ও জ্লাটান ইব্রাহিমোভিচকে। এখন তার গোলসংখ্যা ফিলিপো ইনজাঘির সমান। আর এক গোল করলেই তিনি ঢুকে যাবেন চ্যাম্পিয়ন্স লিগের সর্বোচ্চ গোলদাতার তালিকায় ১০ নম্বরে। ৫১ গোল নিয়ে ১০ এ আছেন থিয়েরি অঁরি।

ম্যানচেস্টার সিটির কোচ পেপ গার্দিওলা তার এই রেকর্ডের পর বলেন, ‘কি বলব! সংখ্যাগুলোই তো সব বলে দিচ্ছে। আমরা ভাগ্যবান তাকে দলে পেয়ে। ভ্যান নিস্টেলরয়, লেভান্ডভস্কি, আর সেই দুই দানব ক্রিস্টিয়ানো আর মেসি। এই তালিকায় হালান্ডের নাম ওঠা অবিশ্বাস্য।’

গার্দিওলার বিশ্বাস, ক্রিশ্চিয়ানো রোনালদোর ১৪০ গোলের রেকর্ডও হালান্ড ভাঙতে পারবেন। তিনি বলেন, ‘এই ছন্দ ধরে রাখতে পারলে অবশ্যই সে একদিন রেকর্ড ভাঙতে পারে। এখনও তার সামনে অন্তত ১০ বছরের ক্যারিয়ার আছে। যদি এই ধারাবাহিকতা বজায় রাখে, তাহলে কিছুই অসম্ভব নয়।’

হালান্ডের গোলের শুরু সালজবুর্গ থেকেই। সেখান থেকে ৬ ম্যাচে ৮ গোল, এরপর বরুসিয়া ডর্টমুন্ডের হয়ে ১৩ ম্যাচে ১৫ গোল করেন তিনি। আর সিটির হয়ে এখন পর্যন্ত অসংখ্য রেকর্ড গড়ে চলেছেন।

এই মৌসুমেও দুর্দান্ত ফর্মে আছেন নরওয়ের এই ফরোয়ার্ড। ক্লাব ও দেশের হয়ে ৭ ম্যাচে করেছেন ১২ গোল। মলদোভার বিপক্ষে নরওয়ের ১১-১ ব্যবধানের জয়ে একাই করেছিলেন ৫ গোল। আর গত সপ্তাহে ম্যানচেস্টার ডার্বিতে ইউনাইটেডকে ৩-০ ব্যবধানে হারানোর ম্যাচে করেছিলেন জোড়া গোল।

তার এই রেকর্ডের দিনে নাপোলিকে ২-০ গোলে হারিয়ে নতুন মৌসুমের ইউরোপিয়ান অভিযান জয় দিয়ে শুরু করেছে ম্যানচেস্টার সিটি। ২০২৩ সালে প্রথমবার ট্রফি জেতার পর এবার আবারও শিরোপা ধরে রাখার লড়াইয়ে নেমেছে কোচ পেপু গার্দিওলার শিষ্যরা।

ইএ/টিকে

Share this news on:

সর্বশেষ

img
মেহেরপুর সীমান্ত দিয়ে ১৮ বাংলাদেশিকে ফেরত পাঠালো ভারত Sep 20, 2025
img
আজ ঢাকার বাতাস অস্বাস্থ্যকর, দূষণের শীর্ষে কুয়েত Sep 20, 2025
img
দেশের বাজারে স্বর্ণ ও রুপার আজকের বাজারদর Sep 20, 2025
img
ইরফান নিজেকে ‘মহান ভারতীয়’ প্রমাণ করার জন্য মিথ্যা বলেছেন : আফ্রিদি Sep 20, 2025
img
আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতির কোনো স্টেকহোল্ডার না : সারোয়ার তুষার Sep 20, 2025
img
বরের সঙ্গে ছবি প্রকাশ করলেন ফারিয়া! Sep 20, 2025
img
ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা পর্তুগালের Sep 20, 2025
img
অন্তর্বর্তী সরকারের ইতিবাচক পদক্ষেপেও সুফল মিলছে না : তাসকীন আহমেদ Sep 20, 2025
img
আফগান-শ্রীলঙ্কা ম্যাচে দুশ্চিন্তায় ছিলেন বাংলাদেশ কোচ Sep 20, 2025
img
ফ্রান্স ছেড়ে আলজেরিয়ার জার্সিতে খেলবেন জিনেদিন জিদানের ছেলে Sep 20, 2025
img
অবশেষে প্রেমিকের সঙ্গে পরিচয় করালেন শ্রদ্ধা কাপুর Sep 20, 2025
img
মৃত্যুর আগে শেষ বার্তায় উৎসবে আমন্ত্রণ জানিয়েছিলেন কণ্ঠশিল্পী জুবিন! Sep 20, 2025
img
অস্কারের লড়াইয়ে ২৪টি সিনেমাকে হারিয়ে শীর্ষে ‘হোমবাউন্ড’ Sep 20, 2025
img
নির্বাচন বানচাল নয়, জনআকাঙ্ক্ষা বাস্তবায়নে আমাদের আন্দোলন : হামিদুর রহমান Sep 20, 2025
img
রদ্রির ইনজুরিতে দুশ্চিন্তায় ম্যানচেস্টার সিটি Sep 20, 2025
img
নির্মাণ ব্যয় বাড়ায় নতুন ২ মেট্রোরেলে জাপানের বিকল্প ভাবছে সরকার Sep 20, 2025
img
শুরু থেকে নাও খেলতে পারে এমবাপ্পে! Sep 20, 2025
img
যাত্রাবাড়ীতে এসি বিস্ফোরণে একই পরিবারের চারজন দগ্ধ Sep 20, 2025
img
ভুয়া এন্ট্রি দেখিয়ে ভারতে প্রবেশের চেষ্টায় ছাত্রলীগ নেতা জুবায়ের গ্রেপ্তার Sep 20, 2025
img
নিউজিল্যান্ডকে দেখে অনুপ্রাণিত হয়ে ভারত বধের আশায় ড্যারেন স্যামি Sep 20, 2025