চাঁদপুর-২ (মতলব উত্তর ও মতলব দক্ষিণ) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী বীর মুক্তিযোদ্ধা ডা. আব্দুল মোবিন বলেছেন, পিআর পদ্ধতিতে নির্বাচন হলে জনগণের একটি ভোটও নষ্ট হবে না। প্রত্যেকটি ভোট সরকার গঠনে কাজে লাগবে।
শুক্রবার (১৯ সেপ্টেম্বর) দিনব্যাপী মতলব উত্তর উপজেলার বাগানবাড়ি, আনোয়ারপুর, বাংলাবাজার এলাকায় গণসংযোগকালে স্থানীয়দের উদ্দেশ্যে বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. আব্দুল মোবিন বলেন, বিশ্বের বিভিন্ন দেশে পিআর পদ্ধতি চালু রয়েছে। এই পদ্ধতিতে ভোট হলে দেশে দুর্নীতি বন্ধ হয়ে যাবে। আগামী এক হাজার বছরেও এই দেশে স্বৈরতন্ত্র সৃষ্টি হবে না যদি পিআর পদ্ধতি বাস্তবায়ন হয়।
তিনি আরও বলেন, একটি গোষ্ঠী পিআর পদ্ধতি চায় না। কারণ পিআর পদ্ধতি বাস্তবায়ন হলে তারা দুর্নীতি করতে পারবে না এবং দেশ ও জনগণ বেশি লাভবান হবে। জনগণের অধিকার প্রতিষ্ঠায় এবং দুর্নীতিমুক্ত দেশ গড়তেই জামায়াতে ইসলামী পিআর পদ্ধতিতে ভোট চাইছে। তবে জনগণ চাইলেই পিআর পদ্ধতিতে নির্বাচন হবে।
ডা. মোবিন বলেন, আমার নির্বাচনী এলাকার লোকজনের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করছি। সমাজে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠার জন্য আল্লাহর দ্বীন কায়েম করতে হবে। যে কারণে আলোকিত সমাজ গড়তে সবাইকে আহ্বান জানাচ্ছি।
মতলব উত্তর উপজেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক আবুল বাশার, সেক্রেটারি মেহেদী হাসান নাজির, দুর্গাপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির মাওলানা মো. আলাউদ্দিন খান বিভিন্ন পর্যায়ের নেতারা এ সময় উপস্থিত ছিলেন।
কেএন/টিএ