‘আমি তোমার পাশে একজন বাবার মতো থাকবো’, দুনিথকে বললেন জয়াসুরিয়া

শুধু একজন ক্রিকেটারের জন্য নয়, পৃথিবীর যেকোনো সন্তানের কাছেই এ বড় যন্ত্রণার। বাবা হারানোর শোক যে কতটা গভীর, তা হয়তো ভাষায় প্রকাশ করা যায় না। গত বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) এমন চরম বাস্তবতার মুখোমুখি হয়েছেন শ্রীলঙ্কার ক্রিকেটার দুনিথ ভেল্লালাগে। আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ জেতার পর খবর পান, তার বাবা আর বেঁচে নেই।

গত বৃহস্পতিবার আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে নামার জন্য প্রস্তুত হয়ে বসেছিলেন দুনিথ ভেল্লালাগে। তবে তার মাঠে নামার আর প্রয়োজন হয়নি। ৮ বল হাতে রেখে ৬ উইকেটে জিতেছে আফগানরা। জয় পেলেও মুহূর্তেই বিষাদে ছেয়ে যায় লঙ্কান শিবির। ম্যাচ শেষেই খবর আসে, দুনিথ ভেল্লালাগের বাবা সুরঙ্গা ভেল্লালাগে আর বেঁচে নেই।

খবর পেয়েই দুনিথের কাছে ‍ছুটে যান শ্রীলঙ্কার কোচ সনাৎ জয়াসুরিয়া, তাকে সান্ত্বনা দেন। দেশটির কয়েকটি সংবাদমাধ্যমের খবরে বলা হয়, ড্রেসিংরুমে থাকাকালে ভেল্লালাগে তার বাবার মৃত্যুর খবর পান। শুরুতে তাকে জানানো হয়েছিল বাড়িতে জরুরি মেডিকেল ব্যবস্থাপনার কথা, পরমুহূর্তেই মৃত্যুর খবর আসে।

জানা গেছে, হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে ৫৪ বছর বয়সে মারা গেছেন সুরঙ্গা ভেল্লালাগে। বাবার মৃত্যুর খবর পাওয়া মাত্রই কাল বিলম্ব না করে সঙ্গে সঙ্গে কলম্বোর উদ্দেশ্যে রওনা দেন দুনিথ।



শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন এক বার্তা দিয়েছেন সনাৎ জয়াসুরিয়া। তিনি লিখেছেন, ‘সুরঙ্গা ভেল্লালাগের মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত। একজন বাবা, একজন ক্রিকেটার এবং একজন মানুষ হিসেব সমগ্র জাতি তার জন্য গর্বিত, যিনি এমন একটি ছেলেকে মানুষ করেছেন।’

‘দুনিথ, তোমার বাবা নিজে একজন ক্রিকেটার ছিলেন এবং সে তার ছেলেকে নিয়ে সত্যিই গর্বিত হতে পারে। তার মূল্যবোধ, খেলার প্রতি তার ভালোবাসা এবং তার চেতনা তোমার মাধ্যমে বেঁচে থাকবে। আমি জানি তুমি কতটা শক্ত এবং আমার কোনো সন্দেহ নেই যে তুমি শ্রীলঙ্কার হয়ে অনেক খেলা জিতে তাকে গর্বিত করে তুলবে।’

‘মনে রাখবে, এই কঠিন মুহূর্তে তুমি একা নও। আমি একজন বাবার মতো তোমার পাশে থাকব, তোমাকে পথ দেখাব, তোমার পাশে দাঁড়াব এবং প্রতিটি পদক্ষেপে তোমাকে সমর্থন করব। পুরো দল, জাতি এবং এই খেলাধুলাকে ভালোবাসে এমন সকলেই তোমার পাশে আছে।’

জয়াসুরিয়া আরও বলেন, ‘এই মুহূর্তটি আমাদের সবাইকে মনে করিয়ে দেয় যে, ক্রিকেটের প্রতি শ্রীলঙ্কানদের কতটা আবেগ রয়েছে। এটি কেবল একটি খেলা নয়, বরং এমন একটি পরিবার যা সুখে-দুঃখে একসাথে সাথে। তোমার বাবার আত্মা চির শান্তিতে শান্তিতে থাকুক।’

গ্রুপ পর্বে তিন ম্যাচের সবগুলো জিতে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই সুপার ফোরে উঠেছে শ্রীলঙ্কা।

শনিবার (২০ সেপ্টেম্বর) রাতে বাংলাদেশের বিপক্ষে মাঠে নামবে লঙ্কানরা। এই ম্যাচ দিয়েই শুরু হবে সুপার ফোর রাউন্ডের খেলা।

এমআর/টিকে 

Share this news on:

সর্বশেষ

img
রাবিতে শিক্ষক-কর্মচারীদের কর্মবিরতি ঘোষণা Sep 20, 2025
img
মিলিতাও ও এমবাপের দুর্দান্ত গোলে জয় পেল রিয়াল মাদ্রিদ Sep 20, 2025
img
সরকারি কর্মচারীদের প্রশিক্ষণ ভাতা পুনর্নির্ধারণ Sep 20, 2025
img

ট্রাম্পের দাবি

ইউক্রেন যুদ্ধের মাধ্যমে ‘টাকা আয়’ করছে যুক্তরাষ্ট্র Sep 20, 2025
কুমিল্লায় চোর সন্দেহে যুবককে আটকে কুকুর লেলিয়ে নির্যাতন, গ্রেফতার ৩ Sep 20, 2025
শিক্ষার্থীদের তোপের মুখে সিনেটে সংবাদ সম্মেলনে আসা শিক্ষকরা Sep 20, 2025
সাংবাদিক শিবলীর পরিবারের পাশে থাকবে ছাত্রদল— বললেন আবিদ Sep 20, 2025
img

এশিয়া কাপ ২০২৫

শানাকার ঝড়ো ফিফটিতে বাংলাদেশকে ১৬৯ রানের টার্গেট দিল শ্রীলঙ্কা Sep 20, 2025
জামায়াত ও চরমোনাইকে সালাউদ্দিন আহমেদের কড়া জবাব Sep 20, 2025
img
দুর্গাপূজায় হিলি স্থলবন্দরে ৮ দিন আমদানি-রপ্তানি বন্ধ Sep 20, 2025
img
কোহলিকে টপকে স্মৃতি মান্ধানার রেকর্ড Sep 20, 2025
img
রাতে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন আলী রীয়াজ Sep 20, 2025
img
ফের ইনজুরিতে পড়লেন নেইমার জুনিয়র Sep 20, 2025
জামায়াতের সরকারি দল হওয়ার মন্তব্যের দাঁত ভাঙা জবাব দিলেন সালাহউদ্দিন Sep 20, 2025
আগামী নির্বাচনে জামায়াত সরকার গঠনের মতো আসনে বিজয়ী হবে: শাহজাহান Sep 20, 2025
img
এভারটনকে ২-১ গোলে হারিয়ে শীর্ষস্থান আরও মজবুত করলো লিভারপুল Sep 20, 2025
বয়স কত ছিল? - সহকারী প্রেস সচিব Sep 20, 2025
পোষ্য কোটা ই'স্যু'তে এবার ভিন্নধর্মী চরিত্রে রাকসু প্রার্থী Sep 20, 2025
img
পিআর পদ্ধতিতে সবচেয়ে বেশি মনোনয়ন বাণিজ্য হবে : রুমিন ফারহানা Sep 20, 2025
img
এবার ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিচ্ছে পর্তুগাল Sep 20, 2025