ফজল আহমেদ বেনজিরের ‘প্রতিরোধ’ (১৯৮৬) ছবির জনপ্রিয় গান ‘শোনো সোমা’। নজরুল ইসলাম বাবুর লেখা গানটির সুর-সংগীত করেছিলেন শেখ সাদী খান। গেয়েছিলেন কুমার বিশ্বজিৎ ও হৈমন্তী শুক্লা।
প্রায় চার দশক পর এবার গানটি নতুন সংগীতায়োজনে গেয়েছেন বেলাল খান ও জাকিয়া সুলতানা কর্ণিয়া।
এর মধ্যে গানচিত্রের শুটিংও হয়েছে।
বেলাল বলেন, ‘আশির দশকের জনপ্রিয় গানটি এই প্রজন্মের শ্রোতাদের কাছে পৌঁছে দিতেই এ উদ্যোগ। শিগগিরই কর্ণিয়ার ইউটিউব চ্যানেল থেকে গানটি প্রকাশিত হবে।’
এমকে/টিকে