বলিউডে কালকি ২৮৯৮ এডি এর সিক্যুয়েলে দীপিকা পাডুকোনের হঠাৎ পদত্যাগ এখনও আলোচনা জাগাচ্ছে। তবে তাঁর প্রাক্তন সহঅভিনেত্রী ডায়ানা পেন্টি সম্প্রতি দীপিকার পেশাদারিত্ব ও সহানুভূতির প্রশংসা করেছেন। ২০১২ সালে ককটেল ছবিতে একসাথে কাজ করার স্মৃতি মনে করিয়ে দিয়ে ডায়ানা বলেছেন, দীপিকা ও সাইফ আলি খান ছিলেন তাঁর জন্য “সমর্থনের স্তম্ভ”।
ডায়ানা বলেন, দীপিকা অত্যন্ত পেশাদার, শৃঙ্খলাবদ্ধ এবং সহঅভিনেত্রী হিসেবে ১০-এর ১০। তাঁর খেলার অভিজ্ঞতা কাজের নীতিতে প্রভাব ফেলে। ডায়ানা আনন্দের সঙ্গে স্মরণ করেন, যখন তিনি সংলাপ মনে রাখতে সমস্যায় পড়তেন, দীপিকা ধৈর্য ধরে দৃশ্য পুনরায় করেছেন, যা সেটে তাঁকে স্বাচ্ছন্দ্যবোধ করিয়েছিল।
এদিকে কালকি ২৮৯৮ এডি-এর নির্মাতারা দীপিকার সিক্যুয়েল থেকে আনুষ্ঠানিক প্রস্থানের বিষয় নিশ্চিত করেছেন। তাঁদের মতে, প্রথম ছবির দীর্ঘ যাত্রা সত্ত্বেও পার্টনারশিপ চালিয়ে যাওয়া সম্ভব হয়নি। ফলে দীপিকার ‘সুমাথি’ চরিত্রটি ফ্র্যাঞ্চাইজি- তে আর থাকছে না।
দীপিকার এই পদত্যাগে চাঞ্চল্য সৃষ্টি হলেও, ডায়ানার কথাগুলো তাঁর দীর্ঘমেয়াদি পেশাদারিত্ব ও স্টারডমের কথা স্মরণ করিয়ে দেয়।
এমকে/টিএ