অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করতে পদোন্নতি পাওয়া সচিবদের একটি অংশ মাঠে নেমেছে বলে মন্তব্য করেছেন সাংবাদিক ও অ্যাক্টিভিস্ট ড. কনক সরওয়ার।
তিনি বলেছেন, ড. ইউনূস সরকারের ব্যর্থতার যে নমুনা আমরা দেখছি, তার পেছনের কারিগর মোখলেস উর রহমান। তার (মোখলেসুর) নিয়োগ দেওয়া, পদোন্নতি পাওয়া সেই সচিবদের একটি অংশ ইউনূস সরকারকে ব্যর্থ করতে মাঠে নেমেছে।
নিজের ইউটিউব চ্যানেলে দেওয়া এক ভিডিওতে এ কথা বলেন তিনি।
কনক সরওয়ার বলেন, মোখলেস উর রহমানের বিরুদ্ধে এত সব অভিযোগ বিভিন্ন সময় বিভিন্নভাবে এসেছে কিন্তু তাকে কেউ ছুঁতে পারেনি। এই সরকারের ভেতরে তার শক্ত কেউ আছেন, যে কারণে চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল না হয়ে, তাকে অ্যারেস্ট না করে, পাঠানো হয়েছে পরিকল্পনা কমিশনের সদস্য হিসেবে। ফ্যাসিস্ট রেজিমের আজ্ঞাবহ এই মোখলেস ওয়ান ইলেভেনের পরিকল্পনার সঙ্গে যুক্ত ছিল। এই মোখলেস দুদকের মাধ্যমে রাজনীতিবিদদের হয়রানি করেছে। তবু সে বহাল তবিয়তে আছে এবং সরকারকে ব্যর্থতার দিকে নিয়ে যাচ্ছে।
তিনি বলেন, মোখলেস উর রহমান তার শক্তি বৃদ্ধির জন্য ব্যাচমেটদের এনে সচিবালয়ের পরিবেশ নিয়ন্ত্রণে নিয়েছে। বিগত আমলে বঞ্চিত কর্মকর্তাদের ১১৯ জনকে সচিব পদে পদোন্নতি দিতে যেয়ে, সে আসলে তার ব্যাচের অর্থাৎ ৮২ ব্যাচের ৫০ জনকে সচিব বানিয়ে তার শক্তি বৃদ্ধি করেছে এবং তাদের মাধ্যমে সচিবালয় নিয়ন্ত্রণ করছে।
এই সাংবাদিক বলেন, ড. ইউনূস বলছেন- নজিরবিহীন সুষ্ঠ নির্বাচন হবে।
কিন্তু মোখলেস উর রহমানদের বংশধরেরা যেসব জায়গায় বসে আছে, তাদের যেখানে বসানো হয়েছে, এরপরে একটি নজিরবিহীন সুষ্ঠ নির্বাচন সম্ভব কিনা যথেষ্ট সন্দেহ আছে।
কেএন/এসএন