প্রধান উপদেষ্টার সঙ্গে প্যারিসের মেয়রের সাক্ষাৎ

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে প্যারিসের মেয়র অ্যান হিডালগো সাক্ষাৎ করেছেন।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) নিউইয়র্কে প্রধান উপদেষ্টার অবস্থানরত হোটেলে মেয়র এসে সাক্ষাৎ করেন। প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

সাক্ষাৎকালে আসন্ন জাতীয় নির্বাচন, অন্তর্বর্তী সরকারের সংস্কার কার্যক্রম, ক্রীড়া ও অলিম্পিকে সামাজিক ব্যবসার ভূমিকা এবং বৈশ্বিক শরণার্থী সংকট—বিশেষ করে রোহিঙ্গা মানবিক সংকট নিয়ে আলোচনা হয়।

ড. ইউনূস জানান, বাংলাদেশ গণতান্ত্রিক রূপান্তরের পথে রয়েছে এবং আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। তিনি বলেন, ‘আসন্ন ফেব্রুয়ারির নির্বাচন হবে ভিত্তিপ্রস্তরস্বরূপ, যা দেশের গণতন্ত্রকে নতুন যুগে প্রবেশ করাবে।’
আরও পড়ুন

অলিম্পিক প্রসঙ্গে প্রধান উপদেষ্টা উল্লেখ করেন, প্যারিস ২০২৪ অলিম্পিককে বিশ্বের অন্যতম বৃহৎ সামাজিক ব্যবসার ইভেন্টে রূপান্তরে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তিনি জোর দিয়ে বলেন, ভবিষ্যতের সব অলিম্পিক, বিশেষ করে আসন্ন লস অ্যাঞ্জেলেস অলিম্পিক, কার্বন নিরপেক্ষ হতে হবে।

প্যারিসের মেয়র অ্যান হিডালগো অধ্যাপক ইউনূসের নেতৃত্বের প্রশংসা করে বলেন, ‘আমি আপনার নেতৃত্বকে শ্রদ্ধা করি। আপনি অসাধারণ কাজ করেছেন।’

উভয় নেতা দক্ষিণ-পূর্ব বাংলাদেশের শিবিরে বসবাসরত দশ লাখেরও বেশি রোহিঙ্গা শরণার্থীর মানবিক প্রচেষ্টায় সহায়তা করার জন্য তহবিল বৃদ্ধির জরুরি প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন।

মেয়র হিডালগো বিশ্বজুড়ে শরণার্থী শিবিরগুলোতে উন্নত জীবনযাত্রার অবস্থার আহ্বান জানিয়েছেন এবং আশা প্রকাশ করেছেন, রোহিঙ্গা জনগণ একদিন নিরাপদে ও মর্যাদার সঙ্গে তাদের মাতৃভূমি মিয়ানমারে ফিরে যেতে সক্ষম হবে।

ড. ইউনূস জানান, জাতিসংঘ আগামী সপ্তাহে রোহিঙ্গা সংকটের ওপর একটি বড় আন্তর্জাতিক সম্মেলন আয়োজন করছে, যার লক্ষ্য কয়েক দশকের মধ্যে সবচেয়ে গুরুতর শরণার্থী পরিস্থিতির ওপর বিশ্বব্যাপী মনোযোগ পুনরুজ্জীবিত করা।

তিনি মেয়র হিডালগোকে পারস্পরিক সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। বৈঠকে প্রধান উপদেষ্টার সঙ্গে উপস্থিত ছিলেন এসডিজি সমন্বয়কারী ও সরকারের সিনিয়র সচিব লামিয়া মোরশেদ।

এসএন 

Share this news on:

সর্বশেষ

img
এই সরকারের উপদেষ্টাকেই সরকার রক্ষা করতে পারে নাই : সারোয়ার তুষার Sep 24, 2025
img
ইনজুরিতে দীর্ঘ সময় মাঠের বাইরে বার্সা তারকা Sep 24, 2025
img
তাসনিম জারাকে নিয়ে ফেসবুক পোস্ট নীলা ইসরাফিলের Sep 24, 2025
img
জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন সম্ভব না : মাসুদ কামাল Sep 24, 2025
img
আশুলিয়ার মামলায় চলছে পঞ্চম দিনের সাক্ষ্যগ্রহণ Sep 24, 2025
img
কাতারের ডেপুটি আমিরের কাছে পরিচয়পত্র জমা দিলেন বাংলাদেশের রাষ্ট্রদূত Sep 24, 2025
img
ঠাকুরগাঁওয়ে কুরিয়ার সার্ভিস অফিস থেকে ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার Sep 24, 2025
img
সুযোগকে কাজে লাগিয়ে ভারতের বিপক্ষে জিততে চান হেড কোচ সিমন্স Sep 24, 2025
img
বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার মধ্যে ভূমি জরিপ চুক্তি স্বাক্ষর Sep 24, 2025
img
আগামী নির্বাচন হবে গণতন্ত্রের নতুন ভিত্তি, প্যারিসের মেয়রকে ড. ইউনূস Sep 24, 2025
img
বিসিএসে নন-ক্যাডার বিধিমালায় সংশোধন Sep 24, 2025
img
বিগ ব্যাশে কোন দলের হয়ে খেলবেন অশ্বিন? Sep 24, 2025
img
রাশিয়াকে ‘কাগজের বাঘ’ বললেন ট্রাম্প Sep 24, 2025
img
ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক অজয় কর গ্রেপ্তার Sep 24, 2025
img
বড় চমক রেখে অ্যাশেজ স্কোয়াডের দল ঘোষণা করল ইংল্যান্ড Sep 24, 2025
img
ডার্ক ওয়েবে ৩ লাখ পাকিস্তানি হজযাত্রীর ডেটা ফাঁস Sep 24, 2025
img
তাহসানের বিদায়ে অভিমানী প্রসূন আজাদ Sep 24, 2025
img
শ্রীলঙ্কার টিকে থাকার সমীকরণ এখন বাংলাদেশের হাতে Sep 24, 2025
img
হত্যা মামলায় সাবেক মন্ত্রী কামরুল রিমান্ডে, সোলায়মান গ্রেপ্তার Sep 24, 2025
img
কনের সাজে ধরা দিলেন অভিনেত্রী তানিয়া বৃষ্টি Sep 24, 2025