আত্মবিশ্বাসী বাংলাদেশ, আজ ভারতের সামনে বড় পরীক্ষা

ভারতকেও হারানো সম্ভব -কথাটা অকপটেই বলেছেন টাইগার হেড কোচ ফিল সিমন্স। তার বিশ্বাস, সুযোগগুলো কাজে লাগাতে পারলে ভারতের বিপক্ষে ম্যাচ জেতার সুযোগ আছে বাংলাদেশেরও। কোচের কথাতেই স্পষ্ট, সুপার ফোরে শ্রীলঙ্কার বিপক্ষে এক জয়ে যেন মানসিকভাবে অনেকটাই ফুরফুরে মেজাজে আছে টিম টাইগার্স। স্বপ্ন দেখছে আরেকটি ফাইনালে খেলার।

হংকং ও আফগানিস্তানকে হারিয়ে ‘বি’ গ্রুপ রানার্স-আপ হয়ে সুপার ফোরে উঠেছিল বাংলাদেশ। সুপার ফোরেও শুরুটা দারুণ করে টাইগাররা। শ্রীলঙ্কাকে ৪ উইকেটে হারিয়ে শুভ সূচনা পেয়েছে বাংলাদেশ। এই লঙ্কানদের কাছেই গ্রুপ পর্বে ৬ উইকেটে হেরেছিল লিটন দাসের দল।

এশিয়া কাপের সুপার ফোরে নিজেদের দ্বিতীয় ম্যাচে এখনও পর্যন্ত অপরাজিত থাকা ভারতের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। আজ (বুধবার) দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় শুরু হওয়া ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে টি- স্পোর্টস ও নাগরিক টিভি।

পরিসংখ্যান ও শক্তিমত্তায় ভারত যোজন যোজন এগিয়ে থাকলেও সাম্প্রতিক পারফরম্যান্স কিছুটা হলেও জ্বালানি যোগাচ্ছে বাংলাদেশকে। এখন পর্যন্ত চলমান টুর্নামেন্টে সেরা বোলিং পারফরম্যান্স দেখিয়েছে টাইগাররা। তাই মাঠে নামার আগে মানসিকভাবে চাঙ্গা থাকবে তারা। পাশাপাশি এই সপ্তাহে দুবাইয়ে এখন পর্যন্ত বেশ কিছু ম্যাচ হওয়ায় উইকেট ধীর গতির হওয়ার আশা করা হচ্ছে। তাতে ভারতের বিপক্ষে সম্ভাবনা বাড়তে পারে বাংলাদেশের।

টুর্নামেন্টে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে দু’বার সহ চারটি ম্যাচ জিতেছে ভারত। কিন্তু এমন পরিসংখ্যানে চিন্তিত নন বাংলাদেশের প্রধান কোচ ফিল সিমন্স। তার মতে, যে কোনো দলের কাছে হারতে পারে ভারত। ম্যাচটি সামনে রেখে সিমন্স বলেন, ‘প্রতিটি দলেরই ভারতকে হারানোর সামর্থ্য আছে। ভারত আগে কি করেছে সেটি নিয়ে চিন্তিত নই। এটি নতুন ম্যাচ। এ ম্যাচ নিয়ে আমরা ভাবছি।’ তিনি আরও বলেন, ‘সাড়ে তিন ঘণ্টার ম্যাচে যতটা সম্ভব নিজেদের সেরাটা খেলব এবং ভারতের পরিকল্পনা ভেস্তে দিয়ে ম্যাচ জয়ের চেষ্টা করব।’

এখন পর্যন্ত টি-টোয়েন্টি ফরম্যাটে ১৭ বার ভারতের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। এরমধ্যে মাত্র একবার জয় পেয়েছে টাইগাররা। ২০১৯ সালে ভারত সফরে তিন ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে ভারতকে ৭ উইকেটে হারিয়েছিল বাংলাদেশ। এশিয়া কাপে ওয়ানডে ও টি-টোয়েন্টি ফরম্যাট মিলিয়ে ১৫বার মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও ভারত। এরমধ্যে বাংলাদেশ মাত্র দু’বার জিতেছে এবং ১৩বার হেরেছে। ২০১৬ সালে টি-টোয়েন্টি সংস্করণে হওয়া এশিয়া কাপে দুই ম্যাচই হেরেছিল টাইগাররা।

ভারতের বিপক্ষে ম্যাচের আগে অধিনায়ক লিটন দাস ইনজুরিতে পড়লেও তার খেলা নিয়ে সংশয় নেই। টুর্নামেন্টে ব্যাট হাতে দারুণ ফর্মে আছেন লিটন। ৪ ইনিংসে ১১৯ রান করেছেন তিনি।
বাংলাদেশ স্কোয়াড : লিটন দাস (অধিনায়ক, উইকেটরক্ষক), তানজিদ হাসান, পারভেজ হাসান ইমন, সাইফ হাসান, তাওহিদ হৃদয়, জাকের আলি, শামিম হোসেন, নুরুল হাসান, মাহেদি হাসান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, তানজিম হাসান, শরিফুল ইসলাম, মোহাম্মদ সাইফুদ্দিন।

ভারত স্কোয়াড : সূর্যকুমার যাদব (অধিনায়ক), শুভমান গিল (সহ-অধিনায়ক), অভিষেক শর্মা, তিলক ভার্মা, হার্দিক পান্ডিয়া, শিবাম দুবে, অক্ষর প্যাটেল, জিতেশ শর্মা (উইকেটরক্ষক), জসপ্রিত বুমরাহ, আর্শদীপ সিং, বরুন চক্রবর্তী, কুলদ্বীপ যাদব, সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), হার্ষিত রানা, রিংকু সিং।

পিএ/এসএন

Share this news on:

সর্বশেষ

img
ট্রাম্পের পা রাখতেই থেমে গেল জাতিসংঘের সদর দপ্তরের চলন্ত সিঁড়ি Sep 24, 2025
img
সাবেক এমপি তোফায়েল আহমেদের ভাতিজা স্বপনকে গ্রেপ্তার Sep 24, 2025
img
ভারত ম্যাচে মুস্তাফিজসহ মূল ক্রিকেটারদের বিশ্রামে রাখা উচিত : শোয়েব আখতার Sep 24, 2025
img
ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, আক্রান্ত ৬৬৮ Sep 24, 2025
img
বাংলাদেশের বিপক্ষে বুমরাহর বিশ্রাম নিয়ে ভারতের কোচের মন্তব্য Sep 24, 2025
img
আশুলিয়ায় বকেয়া বেতন ও কারখানা‌ খোলার দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ Sep 24, 2025
img
কোনো নির্বাচনে আ.লীগ অংশ নিতে পারবে না: সারজিস আলম Sep 24, 2025
img
‘টাইগার কারা?’, সংবাদ সম্মেলনে কটাক্ষ আফ্রিদির Sep 24, 2025
img
এবার নেতানিয়াহুর দেশকে জাপানের কড়া বার্তা Sep 24, 2025
img
টাইগাইরদের ম্যাচের আগেই মিলল সুসংবাদ Sep 24, 2025
img
পোস্টাল ব্যালটে প্রবাসীদের ভোট নিয়ে গোপনীয়তার চ্যালেঞ্জ রয়েছে: ইসি সানাউল্লাহ Sep 24, 2025
img
বিএনপিকে চায় ৪১%, জামায়াতের পক্ষে ৩০%, ভোট বেড়েছে আওয়ামী লীগের Sep 24, 2025
img
ডিম ছোড়ার মতো অপকর্ম আ.লীগের ভবিষ্যতকে আরও অনিশ্চিত করবে: আমীর খসরু Sep 24, 2025
img
লিটনের জন্য ৬টা পর্যন্ত অপেক্ষা, না হলে অধিনায়ক জাকের Sep 24, 2025
img
কপিরাইট মামলায় অবশেষে স্বস্তি এ আর রহমানের Sep 24, 2025
img
ফরিদপুরে মাহেন্দ্র স্ট্যান্ডে চাঁদাবাজি ও হামলায় যুবদল নেতাসহ গ্রেপ্তার ২ Sep 24, 2025
img
২৪ ঘণ্টায় বিশেষ অভিযানে গ্রেপ্তার ১ হাজার ৫৭৯ জন Sep 24, 2025
img
কারাগারে ভোটকেন্দ্র স্থাপনের দাবিতে নির্বাচন কমিশনে চিঠি Sep 24, 2025
img
নির্বাচনে মাঠে থাকবে সেনা, নৌ ও বিমানবাহিনী : স্বরাষ্ট্র উপদেষ্টা Sep 24, 2025
img
ফায়ার ফাইটার শামীমের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক Sep 24, 2025