‘পোন্নিয়িন সেলভান ২’ এর ‘ভীরা রাজা ভীরা’ গান নিয়ে অস্কারজয়ী সংগীত পরিচালক ও শিল্পী এ আর রহমানের বিরুদ্ধে কপিরাইট লঙ্ঘন মামলা করেছিলেন ভারতীয় শাস্ত্রীয় সংগীত শিল্পী ও পদ্মশ্রী সম্মানে ভূষিত ফয়াজ ওয়াসিফুদ্দিন দাগা।
অবশেষে সেই মামলায় স্বস্তি পেলেন এ আর রহমান। এ আর রহমান বিরুদ্ধে পূর্বের একক বেঞ্চের দেওয়া অন্তর্বর্তী আদেশ আজ সকালে স্থগিত করেছেন দিল্লি হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। তবে সংগীত পরিচালককে ২ কোটি রুপি আদালতে জমা রাখতে হবে বলে জানা গেছে।
মামলার অভিযোগে বলা হয়, এ আর রহমানের ‘ভীরা রাজা ভীরা’ গানটি নাসির ফয়াজুদ্দিন দাগার ও তার ভাই জহিরুদ্দিন দাগারের তৈরি ‘শিব স্তুতি’ থেকে চুরি করেছেন রহমান। গানটির লিরিক্স আলাদা হলেও তাল, বিট ও সুর আসল গানের সঙ্গে হুবহু মিলে যায়।
চলতি বছরের ২৫ এপ্রিল দিল্লি হাইকোর্টের একক বেঞ্চ অন্তর্বর্তী নির্দেশে অভিযোগ গ্রহণ করে বলেছিল, গানের স্বর, ভাব ও শ্রুতিগত প্রভাব একই রকম। ফলে দাগর ভ্রাতৃদ্বয়ের নাম গানটিতে ক্রেডিট দিতে হবে। এ ছাড়া, প্রযোজক ও এ আর রহমানকে ২ লাখ রুপি ক্ষতিপূরণ ও আদালতে ২ কোটি টাকা জমা দিতে বলা হয়েছিল।
অভিযোগ নাকচ করে এ আর রহমান বলেছেন, ‘ভীরা রাজা ভীরা’ তার মৌলিক সৃষ্টি, যা পশ্চিমা সংগীতের উপাদান নিয়ে রচিত। অন্যদিকে, ‘শিব স্তুতি’ একটি ঐতিহ্যবাহী ধ্রুপদ ঘরানার গান।
আজকের রায়ে বিচারপতিরা বলেন, যিনি কোনো সুর পরিবেশন করেন তাকে স্বয়ং সুরকার হিসেবে ধরে নেওয়া যায় না। যদি এমন ধরা হয়, তবে কপিরাইট আইনে ‘কম্পোজার’-এর সংজ্ঞা নতুন করে লিখতে হবে। তাই আদালত অভিযোগের মূল বিষয় দিকে না গিয়েই সিঙ্গেল বেঞ্চের আদেশ বাতিল করেছে। তবে রহমানকে ২ কোটি রুপি আদালতে জমা রাখতে হবে।