আত্মবিশ্বাসী বাংলাদেশ, আজ ভারতের সামনে বড় পরীক্ষা

ভারতকেও হারানো সম্ভব -কথাটা অকপটেই বলেছেন টাইগার হেড কোচ ফিল সিমন্স। তার বিশ্বাস, সুযোগগুলো কাজে লাগাতে পারলে ভারতের বিপক্ষে ম্যাচ জেতার সুযোগ আছে বাংলাদেশেরও। কোচের কথাতেই স্পষ্ট, সুপার ফোরে শ্রীলঙ্কার বিপক্ষে এক জয়ে যেন মানসিকভাবে অনেকটাই ফুরফুরে মেজাজে আছে টিম টাইগার্স। স্বপ্ন দেখছে আরেকটি ফাইনালে খেলার।

হংকং ও আফগানিস্তানকে হারিয়ে ‘বি’ গ্রুপ রানার্স-আপ হয়ে সুপার ফোরে উঠেছিল বাংলাদেশ। সুপার ফোরেও শুরুটা দারুণ করে টাইগাররা। শ্রীলঙ্কাকে ৪ উইকেটে হারিয়ে শুভ সূচনা পেয়েছে বাংলাদেশ। এই লঙ্কানদের কাছেই গ্রুপ পর্বে ৬ উইকেটে হেরেছিল লিটন দাসের দল।

এশিয়া কাপের সুপার ফোরে নিজেদের দ্বিতীয় ম্যাচে এখনও পর্যন্ত অপরাজিত থাকা ভারতের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। আজ (বুধবার) দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় শুরু হওয়া ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে টি- স্পোর্টস ও নাগরিক টিভি।

পরিসংখ্যান ও শক্তিমত্তায় ভারত যোজন যোজন এগিয়ে থাকলেও সাম্প্রতিক পারফরম্যান্স কিছুটা হলেও জ্বালানি যোগাচ্ছে বাংলাদেশকে। এখন পর্যন্ত চলমান টুর্নামেন্টে সেরা বোলিং পারফরম্যান্স দেখিয়েছে টাইগাররা। তাই মাঠে নামার আগে মানসিকভাবে চাঙ্গা থাকবে তারা। পাশাপাশি এই সপ্তাহে দুবাইয়ে এখন পর্যন্ত বেশ কিছু ম্যাচ হওয়ায় উইকেট ধীর গতির হওয়ার আশা করা হচ্ছে। তাতে ভারতের বিপক্ষে সম্ভাবনা বাড়তে পারে বাংলাদেশের।

টুর্নামেন্টে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে দু’বার সহ চারটি ম্যাচ জিতেছে ভারত। কিন্তু এমন পরিসংখ্যানে চিন্তিত নন বাংলাদেশের প্রধান কোচ ফিল সিমন্স। তার মতে, যে কোনো দলের কাছে হারতে পারে ভারত। ম্যাচটি সামনে রেখে সিমন্স বলেন, ‘প্রতিটি দলেরই ভারতকে হারানোর সামর্থ্য আছে। ভারত আগে কি করেছে সেটি নিয়ে চিন্তিত নই। এটি নতুন ম্যাচ। এ ম্যাচ নিয়ে আমরা ভাবছি।’ তিনি আরও বলেন, ‘সাড়ে তিন ঘণ্টার ম্যাচে যতটা সম্ভব নিজেদের সেরাটা খেলব এবং ভারতের পরিকল্পনা ভেস্তে দিয়ে ম্যাচ জয়ের চেষ্টা করব।’

এখন পর্যন্ত টি-টোয়েন্টি ফরম্যাটে ১৭ বার ভারতের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। এরমধ্যে মাত্র একবার জয় পেয়েছে টাইগাররা। ২০১৯ সালে ভারত সফরে তিন ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে ভারতকে ৭ উইকেটে হারিয়েছিল বাংলাদেশ। এশিয়া কাপে ওয়ানডে ও টি-টোয়েন্টি ফরম্যাট মিলিয়ে ১৫বার মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও ভারত। এরমধ্যে বাংলাদেশ মাত্র দু’বার জিতেছে এবং ১৩বার হেরেছে। ২০১৬ সালে টি-টোয়েন্টি সংস্করণে হওয়া এশিয়া কাপে দুই ম্যাচই হেরেছিল টাইগাররা।

ভারতের বিপক্ষে ম্যাচের আগে অধিনায়ক লিটন দাস ইনজুরিতে পড়লেও তার খেলা নিয়ে সংশয় নেই। টুর্নামেন্টে ব্যাট হাতে দারুণ ফর্মে আছেন লিটন। ৪ ইনিংসে ১১৯ রান করেছেন তিনি।
বাংলাদেশ স্কোয়াড : লিটন দাস (অধিনায়ক, উইকেটরক্ষক), তানজিদ হাসান, পারভেজ হাসান ইমন, সাইফ হাসান, তাওহিদ হৃদয়, জাকের আলি, শামিম হোসেন, নুরুল হাসান, মাহেদি হাসান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, তানজিম হাসান, শরিফুল ইসলাম, মোহাম্মদ সাইফুদ্দিন।

ভারত স্কোয়াড : সূর্যকুমার যাদব (অধিনায়ক), শুভমান গিল (সহ-অধিনায়ক), অভিষেক শর্মা, তিলক ভার্মা, হার্দিক পান্ডিয়া, শিবাম দুবে, অক্ষর প্যাটেল, জিতেশ শর্মা (উইকেটরক্ষক), জসপ্রিত বুমরাহ, আর্শদীপ সিং, বরুন চক্রবর্তী, কুলদ্বীপ যাদব, সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), হার্ষিত রানা, রিংকু সিং।

পিএ/এসএন

Share this news on:

সর্বশেষ

img
গুগলের এআই টুলস বদলে দিচ্ছে কোডিংয়ের ধারা Sep 24, 2025
img
মির্জা ফখরুল বিদেশি কোনো গণমাধ্যমে সাক্ষাৎকার দেননি : বিএনপি Sep 24, 2025
img
জি স্টুডিও ও বালাজির যৌথ প্রযোজনায় আসছে 'মাস্তিiii ৪' Sep 24, 2025
জীবনের ঝুঁকি নিয়ে প্রতিনিয়ত এভাবেই মাছ শিকর করছে উপকূলের জেলেরা। Sep 24, 2025
img
ওয়েব সিরিজ প্রযোজক হিসেবে সানি লিওনের নতুন অধ্যায়ের সূচনা Sep 24, 2025
img
শ্রম উপদেষ্টার সঙ্গে ওআইসি শ্রমকেন্দ্রের মহাপরিচালকের সাক্ষাৎ Sep 24, 2025
img
বলিউড তারকাদের দুবাইয়ে নকল হেভিওয়েট বিয়ে, ঢোকার টিকিট ২০০ দিরহাম Sep 24, 2025
img
নিউইয়র্কে ডিম ছোড়ার ঘটনার পর আটক যুবলীগ নেতা জামিনে মুক্ত Sep 24, 2025
img
রূপগঞ্জে সিমেন্ট কারখানায় আগুন Sep 24, 2025
img
একসময় গ্রেপ্তার করা জেনারেলের সঙ্গে বৈঠকে সিরিয়ার প্রেসিডেন্ট Sep 24, 2025
img
আগারগাঁওয়ে দোকান বসানোকে কেন্দ্র করে সংঘর্ষ, ১ জনের প্রাণহানি Sep 24, 2025
img
সাবেক মন্ত্রী কামরুল ইসলাম ক্যানসারে আক্রান্ত : আইনজীবী Sep 24, 2025
ট্রাম্পকে নোবেল পুরস্কার পাওয়ার ‘উপায়' বাতলে দিলেন মাখোঁ Sep 24, 2025
গণভবনের পরিবর্তে সংসদ এলাকায় তৈরি হচ্ছে নতুন প্রধানমন্ত্রীর বাসভবন Sep 24, 2025
img
প্রথম শ্রেণি ও টেস্ট ক্রিকেট থেকে সাময়িক বিরতি চান আইয়ার Sep 24, 2025
img
পঁইত্রিশেও বলিউড মাতাচ্ছেন তামান্না Sep 24, 2025
img
নিউইয়র্কে মির্জা ফখরুলকে কেউ লাঞ্ছিত করেননি : রিজভী Sep 24, 2025
img
ভুয়া ছবি বিতর্কে সাই, শাস্তির দাবি নেটিজেনদের Sep 24, 2025
img
শ্রম উপদেষ্টার সঙ্গে ওআইসি শ্রমকেন্দ্রের মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ Sep 24, 2025
img
সিনেমার প্রস্তাবের সঙ্গে আসতো বিশেষ ‘শর্ত’ তাই বলিউড থেকে দূরে যান অমৃতা Sep 24, 2025