রাশিয়াকে অর্থনৈতিক সংকটে থাকা ‘কাগুজে বাঘ’ হিসেবে উড়িয়ে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ ছাড়া ইউক্রেন রাশিয়ার কাছ থেকে ইউক্রেন তার ভূখণ্ড ফিরে পেতে সক্ষম হতে পারে বলেও মন্তব্য করেছেন তিনি। জাতিসংঘের সাধারণ পরিষদের সমাপ্তির পর জেলেনস্কির সঙ্গে বৈঠক শেষে এই বিস্ময়কর মন্তব্য করেন ট্রাম্প।
ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল নেটওয়ার্কে এই মন্তব্য করেন, ‘আমি মনে করি ইউক্রেন ইউরোপীয় ইউনিয়নের সহায়তায় যুদ্ধ চালিয়ে যেতে এবং পুরো ইউক্রেনকে তার আসল অবস্থায় ফিরিয়ে আনার অবস্থানে রয়েছে।
’ তিনি আরো বলেন, ‘রাশিয়া তিন বছরের যুদ্ধের পর উদ্দেশ্যহীনভাবে লড়াই করছে।’ এই মন্তব্য তার আগের মনোভাবের বিপরীত, যখন তিনি রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলাস্কায় এক মাস আগে সাক্ষাৎ করেছিলেন।
আগে ট্রাম্প ইউক্রেনের প্রতি আংশিক সমর্থন জানালেও, মঙ্গলবার তার সোশ্যাল মিডিয়া পোস্টে তিনি রাশিয়াকে ‘কাগজের বাঘ’ হিসেবে বর্ণনা করেছেন এবং বলেছেন, ‘সময়, ধৈর্য এবং ইউরোপ, বিশেষ করে ন্যাটোর আর্থিক সহায়তায় -যেখান থেকে এই যুদ্ধের সূচনা হয়েছিল সেই মূল সীমান্তে ফিরে যাওয়া সম্ভব। কেন নয়?’
তিনি যোগ করেন, ‘রাশিয়ার অর্থনীতি আরো খারাপ হওয়ার সাথে সাথে ইউক্রেন তাদের দেশকে তার আসল রূপে ফিরিয়ে আনতে সক্ষম হবে।
কে জানে, হয়তো আরো এগিয়ে যেতে পারে।’
জাতিসংঘের সাধারণ পরিষদের সমাপ্তিতে জেলেনস্কির সঙ্গে তার সাক্ষাতের সময় ট্রাম্প বলেছিলেন, ‘ইউক্রেন যে লড়াই চালিয়ে যাচ্ছে তার প্রতি আমার গভীর শ্রদ্ধা রয়েছে। এটি আসলে বেশ আশ্চর্যজনক।’ জেলেনস্কি ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছেন এবং রাশিয়ার তেল কেনা বন্ধ করার জন্য ইউরোপীয় দেশগুলোর প্রতি তার আহ্বানের প্রতি সমর্থন ব্যক্ত করেছেন।
এর আগে ট্রাম্প ন্যাটো দেশগুলোকে রাশিয়ান জেটগুলো গুলি করে ভূপাতিত করার আহ্বান জানিয়েছিলেন। যদি রুশ যুদ্ধবিমান দেশগুলোর আকাশসীমা লঙ্ঘন করে। রাশিয়ান যুদ্ধবিমান এবং ড্রোন আক্রমণ ইউরোপে উত্তেজনা সৃষ্টি করেছে।
ট্রাম্প বলেছেন, ন্যাটো দেশগুলোর অধিকার রয়েছে তাদের আকাশসীমা লঙ্ঘনকারী রুশ বিমান গুলি করে ভূপাতিত করার। এক সাংবাদিক তাকে প্রশ্ন করেছিলেন, ন্যাটো দেশগুলোর আকাশসীমায় যদি রুশ বিমান প্রবেশ করে, তবে তা গুলি করে ভূপাতিত করা উচিত কি না? ট্রাম্প উত্তর দেন, ‘হ্যাঁ, করা উচিত।
’ তবে ইউক্রেনের ওপর মস্কোর অব্যাহত আক্রমণ সত্ত্বেও ট্রাম্প পুতিনকে এখনও একজন নির্ভরযোগ্য আলোচনার অংশীদার হিসেবে বিশ্বাস করেন কি না, সে সম্পর্কে প্রশ্ন এড়িয়ে যান।
পুতিনের ওপর আস্থা রাখা প্রসঙ্গে ট্রাম্পকে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘আমি আপনাকে প্রায় এক মাসের মধ্যে জানাব, ঠিক আছে?’ ৭৯ বছর বয়সী প্রেসিডেন্ট ট্রাম্প পূর্বে রাশিয়ার বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা আরোপের জন্য দুই সপ্তাহের সময়সীমা দিয়েছিলেন।
সম্প্রতি ইউক্রেনের আকাশসীমায় রাশিয়ান মিগ-৩১ যুদ্ধবিমান এবং ড্রোনের আক্রমণে উত্তেজনা বেড়েছে। ন্যাটো এই আক্রমণের পরে দ্রুত পদক্ষেপ নিয়েছে। রাশিয়ার যুদ্ধবিমান আকাশসীমা লঙ্ঘনের কারণে এস্তোনিয়া এবং পোল্যান্ডের মতো দেশগুলো তাদের আকাশসীমা সুরক্ষিত রাখার জন্য সতর্কতা জারি করেছে।
রাশিয়ান বিমান ভূপাতিত করার বিষয়ে ট্রাম্পের মন্তব্যের প্রতি জার্মান সতর্কভাবে প্রতিক্রিয়া জানিয়েছে এবং উত্তেজনা এড়ানোর জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলেছে। এদিকে, ইইউ প্রধান উরসুলা ভন ডের লেইন বলেছেন, তিনি জাতিসংঘে ট্রাম্পের সঙ্গে রাশিয়ার আকাশসীমা লঙ্ঘনের বিষয়টি আলোচনা করেছেন এবং মস্কোর জ্বালানি রাজস্ব হ্রাসের প্রয়োজনীয়তা সম্পর্কে একমত হয়েছেন।
সূত্র : এএফপি
পিএ/এসএন