ভালোবাসার গল্পেও কখনও কখনও শর্ত জুড়ে যায়। বলিউড তারকা অক্ষয় কুমার ও টুইঙ্কেল খান্নার বিয়েতেও ছিল তেমনই এক শর্ত। টুইঙ্কেল রাজি হয়েছিলেন কেবল তখনই, যদি তার অভিনীত মেলা ছবিটি ফ্লপ করে। ভাগ্যের লিখন মেনে সিনেমা ব্যর্থ হয়, আর সেই ব্যর্থতার সুবাদেই সফল হয় এই দম্পতির সংসারযাত্রা।
সম্প্রতি রাজাত শর্মার শো আপ কি আদালত-এ হাজির হয়ে ব্যক্তিগত ও সাংসারিক জীবনের নানা গল্প বলেছেন অক্ষয়। খিলাড়ি বলেন, “আমরা তখন সম্পর্কে ছিলাম। আমি তাকে বিয়ের প্রস্তাব দিলে টুইঙ্কেল রাজি হননি। তিনি শর্ত দিয়েছিলেন তা হল- যদি অভিনীত ‘মেলা’ সিনেমা ফ্লপ হয়, তবেই তিনি বিয়ে করবেন।
সবাই ভেবেছিল সিনেমাটি হিট হবে, কারণ এতে আমির খান ছিলেন আর পরিচালক ছিলেন ধর্মেশ দর্শন। কিন্তু ভাগ্য অন্যকিছু লিখেছিল।”
‘মেলা’ বক্স অফিসে ব্যর্থ হয়, আর সেই ব্যর্থতার কারণেই টুইঙ্কেল শর্ত রক্ষা করে অক্ষয়ের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসেন। পরে আমির খানের উদ্দেশ্যে অক্ষয় মজা করে বলেন, ‘সরি আমির খান সাহেব, আপনার সিনেমা চলেনি।কিন্তু আমি বিয়ে করেছি আপনার জন্যই।’
অক্ষয় জানান, তাদের বিয়ের দিনও দুজনের শুটিং চলছিল সন্ধ্যা ছয়টা পর্যন্ত। শুটিং শেষ করেই তারা এক বন্ধুর বাড়ির ছাদে ছোট্ট এক অনুষ্ঠানে বিয়ে সারেন। তিনি ও টুইঙ্কেল একেবারেই আলাদা স্বভাবের মানুষ হলেও কিছু মিল তাদের সম্পর্ককে শক্ত করেছে।
অক্ষয় বলেন, ‘সে (টুইঙ্কেল) বাম দিকে ভাবে, আমি ডান দিকে। তবে আমাদের মধ্যে যে ২০ শতাংশ মিল আছে, সেটাই ৮০ শতাংশ অমিলকে সামলে নেয়। আমরা দুজনেই রাতে তাড়াতাড়ি ঘুমাতে আর সকালে ওঠতে ভালোবাসি। সিনেমা দেখতে ভালোবাসি। পার্টি বা আড্ডা দেওয়া আমাদের পছন্দ নয়। তাই জীবন অনেক সহজ হয়ে গেছে।’
এবি/এসএন