ডাকসু নির্বাচনে সফটওয়্যার দ্বারা কারচুপির অভিযোগ

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে ভোট কারচুপি, প্রশাসনের পক্ষপাত এবং বিভিন্ন অনিয়মের অভিযোগ তুলেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন।

সংগঠনটির পক্ষ থেকে বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) মধুর ক্যান্টিনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ১২ দফা অনিয়মের অভিযোগ তুলে ধরা হয়।
১২ দফা অনিয়ম ও অসঙ্গতিগুলো হলো‌—

 ১. টিএসসিসহ বিভিন্ন কেন্দ্রে ভোটার উপস্থিতি ছাড়াই ভোটার তালিকায় স্বাক্ষর দেওয়া এবং নির্দিষ্ট প্যানেলের পক্ষে ব্যালট সরবরাহ করা হয়েছে।
 ২. ভোটার তালিকা ও সিসিটিভি ফুটেজ প্রকাশের আবেদন করা হলেও প্রশাসন কোনো পদক্ষেপ নেয়নি।
 ৩. ব্যবহৃত ব্যালটে কোনো ক্রমিক নম্বর ছিল না; ছাপানো, সরবরাহকৃত, বাতিল ও ফেরত ব্যালটের হিসাব প্রকাশ করা হয়নি।
 ৪. ব্যালট কোথায় ছাপানো হয়েছে, তা প্রকাশ করা হয়নি; নকল ব্যালট ফাঁসের অভিযোগ রয়েছে।
 ৫. নীলক্ষেতে একটি ছাপাখানায় বিপুল সংখ্যক অরক্ষিত ব্যালট পেপার উদ্ধার হলেও প্রশাসনের তদারকি ছিল না।
 ৬. ওএমআর মেশিনে কারচুপির অভিযোগ উঠেছে; এক প্রার্থীর ভোট সফটওয়্যারে অন্য প্রার্থীকে প্রদর্শিত হয়েছে।
 ৭. ভোট গণনা-পরবর্তী সফটওয়্যার পরীক্ষায় ভোটার ও প্রার্থীদের উপস্থিত রাখা হয়নি।
 ৮. ভোটের আগের রাতে এজেন্ট তালিকা প্রকাশ করে অনেক প্রার্থীর প্রস্তাবিত এজেন্ট বাদ দেওয়া হয়।
 ৯. ভোটারদের আঙুলে অমোচনীয় কালি ব্যবহার করা হয়নি; একই ব্যক্তি একাধিকবার ভোট দিয়েছে বলে অভিযোগ রয়েছে।
 ১০. ভোট গণনায় গড়িমসি, নির্দিষ্ট প্রার্থীর অবৈধ উপস্থিতি ও পোলিং এজেন্টদের দূরে রাখা হয়েছে।
 ১১. পোলিং অফিসার নিয়োগে অস্পষ্টতা ছিল; প্রশাসন কর্তৃক নিয়োগপ্রাপ্ত অফিসাররা ভুয়া অভিযোগ তুলে নির্বাচন প্রভাবিত করেছেন।
 ১২. অস্বচ্ছ ব্যালট বক্স ব্যবহার, মার্কার সংকট ও বলপেন দিয়ে ভোট গ্রহণের কারণে বহু ভোট গণনায় বাদ পড়েছে।

সংবাদ সম্মেলনে প্রতিরোধ পর্ষদ প্যানেলের সাধারণ সম্পাদক (জিএস) প্রার্থী মেঘমল্লার বসু অভিযোগ করে বলেন, ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত ডাকসু ও হল সংসদ নির্বাচনে আমাদের বিরুদ্ধে শুরু থেকেই অপপ্রচার চালানো হয়েছে। ভুয়া প্রেস পাস ব্যবহার থেকে শুরু করে সফটওয়্যারে কারচুপি সব মিলিয়ে নির্বাচন প্রভাবিত করা হয়েছে। প্রশাসন পক্ষপাতদুষ্ট আচরণ করেছে, দায়িত্বপ্রাপ্ত শিক্ষকেরাও অনিয়ম ঠেকাতে ব্যর্থ হয়েছেন। এতে পুরো নির্বাচনী প্রক্রিয়া প্রশ্নবিদ্ধ হয়েছে।

তিনি আরও বলেন, আমরা শিক্ষার্থীদের প্রতিশ্রুতি দিয়েছিলাম জয়-পরাজয় যাই হোক, তাদের অধিকার রক্ষার লড়াই চালিয়ে যাব। সদ্য অনুষ্ঠিত নির্বাচন শিক্ষার্থীদের ভোটাধিকারকে ব্যাহত করেছে, তবে আমাদের আন্দোলন–সংগ্রাম অব্যাহত থাকবে।

মেঘমল্লার বসু বলেন, এসব বিষয়ে বারবার অবহিত করা হলেও প্রশাসন ইচ্ছাকৃতভাবে কালক্ষেপণ করেছে। এর ফলে ডাকসু ও হল সংসদ নির্বাচন-২০২৫ একটি অগণতান্ত্রিক, অনিয়মপূর্ণ ও প্রশ্নবিদ্ধ নির্বাচন হিসেবে চিহ্নিত হতে চলেছে।

এবি/টিএ

Share this news on:

সর্বশেষ

img
বাংলাদেশে বড় রাজনৈতিক ও প্রাতিষ্ঠানিক সংস্কার চলছে : প্রধান উপদেষ্টা Sep 25, 2025
img
নিউইয়র্কে আওয়ামী লীগ নেতাদের নামে আখতারের মামলা, বিচার কি পাবে? Sep 25, 2025
img
যুব বেকারত্ব বিশ্বে সবচেয়ে বড় সংকট: জাতিসংঘে প্রধান উপদেষ্টা Sep 25, 2025
img
গাজীপুরে ঝুটের গুদামে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট Sep 25, 2025
img
ফ্রান্সের সাবেক প্রেসিডেন্ট সারকোজিকে ৫ বছরের কারাদণ্ড Sep 25, 2025
img
ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে : আমীর খসরু Sep 25, 2025
img
রাজনৈতিক কাঠামোতে পুরুষদের তুলনায় নারীরা বে‌শি হয়রানির শিকার হন : জোরিস ভ্যান বোমেল Sep 25, 2025
img
সেপ্টেম্বরের ২৪ দিনে রেমিট্যান্স এলো ২২৩ কোটি ডলার Sep 25, 2025
img
প্রধান উপদেষ্টা নিরপেক্ষতা হারিয়েছেন : ফয়জুল করীম Sep 25, 2025
img
ঢাকার সঙ্গে দিল্লির উত্তেজনার কারণ শেখ হাসিনা, নিউইয়র্কে প্রধান উপদেষ্টা Sep 25, 2025
img
শ্রমিকের মজুরি-মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে হবে : রিজওয়ানা হাসান Sep 25, 2025
img
স্লোভেনিয়া নেতানিয়াহুর ওপর দিচ্ছে ভ্রমণ নিষেধাজ্ঞা Sep 25, 2025
img
দারিদ্র্য মোকাবিলায় চীনকে বাংলাদেশের অনুসরণ করা উচিত: উপদেষ্টা ফরিদা আখতার Sep 25, 2025
img
রেগে আমিরের বান্ধবী বললেন ‘আমাকে একা থাকতে দাও’ Sep 25, 2025
img
একটি রাজনৈতিক দল আওয়ামী লীগকে রক্ষা করার প্রতিশ্রুতি দিলেও জনগণ তা রুখে দেবে: মাসুদ Sep 25, 2025
img
প্রধান উপদেষ্টার সঙ্গে নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রীর বৈঠক Sep 25, 2025
img
বাংলাদেশের সঙ্গে বাণিজ্য আরও বাড়াতে আগ্রহী পাকিস্তান Sep 25, 2025
img
পাকিস্তানের বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ Sep 25, 2025
img
দুর্গাপূজা নিয়ে কোনো নিরাপত্তা ঝুঁকি নেই : আইজিপি Sep 25, 2025
img
জাতীয় পার্টির নাম শুনলে কনফিউজড হই, ওখানে হাফ ডজন: সিইসি Sep 25, 2025